• বুধবার ১৫ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ১ ১৪৩১

  • || ০৬ জ্বিলকদ ১৪৪৫

আজকের খুলনা

ডেঙ্গু প্রতিরোধে সরকার সর্বদা চেষ্টা চালাচ্ছে: হানিফ

আজকের খুলনা

প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০১৯  

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ এমপি বলেছেন, ডেঙ্গু প্রতিরোধে সরকারের কোনও অবহেলা নেই, ডেঙ্গু প্রতিরোধে সরকার সর্বদা চেষ্টা চালাচ্ছে। তবে মানুষের সচেতনতার ঘাটতি রয়েছে। 

তিনি বলেন, মানুষকে আরও সচেতন করতে হবে। সারাদেশে সরকারের পক্ষে নির্দেশনা দেওয়া হয়েছে। সেই নির্দেশনায় কাজ চলমান থাকায় ইতোমধ্যেই ঢাকাসহ বড় বড় শহরে ডেঙ্গু রোগী কমে এসেছে। কিন্তু জেলা পর্যায়ে উদ্বেগজনক অবস্থায় পৌঁছেছে। 

হানিফ বলেন, জেলা পর্যায়ে মানুষের সচেতনতার ঘাটতি রয়েছে। এ নিয়ে সরকারের নির্দেশে স্থানীয় পর্যায়ে সকল প্রশাসন একসাথে কাজ করছে। আশা করছি অল্পকিছুদিনের মধ্যেই ডেঙ্গু পরিস্থিতি স্বাভাবিক হবে।

আজ বেলা ১১টায় কুষ্টিয়ায় আড়াইশ’ শষ্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ড পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এ সময় কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. নুরুন নাহার বেগম, কুষ্টিয়ার সিভিল সার্জন ডা. রওশানারা বেগম, কুষ্টিয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মুসতানজিদ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় ৩৪ জন নতুন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছে। এর মধ্যে কুষ্টিয়া জেনারেল হাসপাতালেই ২৮ জন। এ হাসপাতালে বর্তমানে ৭৯ জন ডেঙ্গুরোগী চিকিৎসাধীন।

জেলার সব হাসপাতাল মিলে বর্তমানে চিকিৎসাধীন রয়েছে ৯৯ জন। এখন পর্যন্ত পুরো জেলায় মোট ৯৪৯ জন ডেঙ্গুরোগী সনাক্ত হয়েছে।

আজকের খুলনা
আজকের খুলনা