• বুধবার ১৫ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ১ ১৪৩১

  • || ০৬ জ্বিলকদ ১৪৪৫

আজকের খুলনা

ছাত্রদলের সম্মেলন স্থগিতে সরকারের হাত নেই: কাদের

আজকের খুলনা

প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০১৯  

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ছাত্রদলের সম্মেলন বন্ধের জন্য বিএনপির নেতৃত্ব দায়ী। আওয়ামী লীগের কোন দায় নেই। নিজেরাই মামলা করে সম্মেলন বন্ধ করেছেন। শনিবার দুপুরে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।  ছাত্রদলের কাউন্সিল পণ্ড করার পেছনে সরকারে ভূমিকা রয়েছে বলে বিএনপি যে অভিযোগ করেছে তাও নাকচ করে দেন তিনি। আজ দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বক্তৃতায় শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করে ওবায়দুল কাদের জানান, বর্তমানে বিশ্বের তিনজন রাষ্ট্রনায়কের একজন শেখ হাসিনা। তিনি জেগে আছেন বলেই বাংলাদেশ ঘুমাতে পারছে। শেখ হাসিনার অবদান এদেশের মানুষ কোনোদিন ভুলতে পারবে না বলেও মনে করেন তিনি।

এ সময় তিনি দলীয় নেতাকর্মীদের সতর্ক করে দিয়ে বলেন, বঙ্গবন্ধুর দলে কেউ অপরাধ করে পার পাবে না। তাকে শাস্তি পেতেই হবে। দলীয় নেতাকর্মীদের শেখ হাসিনার মতো সাহসী হওয়ার আহ্বান জানান।

ওবায়দুল কাদের আরও বলেন, আমরা ইতিবাচক রাজনীতি করি। আমাদের ভুলত্রুটি থাকতে পারে। আমরা পারফেক্ট নই, তবে আমরা এটা স্বীকার করি। এই সাহস আওয়ামী লীগের আছে। আওয়ামী লীগের মন্ত্রী, এমপিরা জেলে গেছেন। ভুলত্রুটি আমাদের থাকতে পারে, কিন্তু এই দলে তার শাস্তি আছে। ওরাতো শাস্তি দেয় না, ক্ষমতায় থেকেও দেয়নি। কারণ শেখ হাসিনার মত সাহস কারো নেই।

আজকের খুলনা
আজকের খুলনা