• মঙ্গলবার ১৪ মে ২০২৪ ||

  • বৈশাখ ৩১ ১৪৩১

  • || ০৫ জ্বিলকদ ১৪৪৫

আজকের খুলনা

শ্লীলতাহানীর অভিযোগে যুবকের ১ বছরের জেল

আজকের খুলনা

প্রকাশিত: ৩০ মার্চ ২০১৯  

বিয়ের প্রলোভন দিয়ে যুবতীর শ্লীলতাহানী করায় রূপসায় মাসুম শেখ (৩১) নামে এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

২৯ মার্চ সকাল ১০টায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইলিয়াছুর রহমান এ রায় দেন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উপজেলার বাধাল গ্রামের সিদ্দিক শেখের ছেলে মাসুম শেখ আনন্দনগর গ্রামের জিয়ারুল শেখ এর কণ্যা নাহার খাতুনকে (২০) বিয়ের প্রলোভন দিয়ে ৬ মার্চ বাড়িতে নিয়ে যায়।

পরে তাকে নিয়ে বিভিন্ন স্থানে ঘোরাঘুরির পাশাপাশি শ্লীলতাহানী করে। এদিকে মেয়ের কোন খোঁজ-খবর না পেয়ে পিতা জিয়ারুল থানায় জিডি করেন। ২৮ মার্চ পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এসময় যুবতী নাহার থানা পুলিশকে জানায়, মাসুম তাকে বিয়ের প্রলোভন দিয়ে জোর করে শ্লীলতাহানী করে।

এসব অভিযেগের ভিত্তিতে পুলিশ রাতেই থানার সেকেন্ড অফিসার আবুল কাইয়ুম, এসআই সুজাউদ্দৌলা ও এসআই রাজিব সরকার সঙ্গীয় পুলিশ নিয়ে উপজেলার আব্দুলের মোড় থেকে মাসুমকে আটক করে। পরে ২৯ মার্চ সকালে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইলিয়াছুর রহমান ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাসুমকে এক বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। একই সাথে অভিযোকারী নাহারকে তার পিতার জিম্মায় বাড়ি পাঠিয়ে দেন।

এব্যাপারে ভুক্তভোগী নাহার খাতুন জানায়, বিয়ের কথা বলে ফুসলিয়ে নিয়ে মাসুম আমার সর্বনাশ করে। এসব বিষয় আমি যাতে মুখ খুলতে না পারি তার জন্য গত ৭ মার্চ ভারতের গুজরাটের নিষিদ্ধ পল্লীতে থাকা ওর স্ত্রী রেশমার কাছে আমাকে পাঠিয়ে দেয়। পরে ২৮ মার্চ পুলিশের সহায়তায় আমি দেশে ফিরে আসি।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইলিয়াছুর রহমান বলেন, শ্লীলতাহানী, ইভটিজিংসহ এধরনের নারী ঘটিত অপরাধে ভ্রাম্যমাণ আদালতের কর্মকান্ড স্বচ্ছতার সাথে পরিচালিত হচ্ছে। অভিযোগকারীর অভিযোগ পর্যালোচনা শেষে সত্যতা পেলে তাৎক্ষনিক ব্যবস্থা নেয়া হচ্ছে।

এরই ধারবাহিকতায় নাহার খাতুনের অভিযোগের ভিত্তিতে অপরাধী মাসুমকে এক বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। তিনি বলেন, অপরাধী যেই হোক, আর ঘটনাস্থল যেখানেই হোক না অভিযোগ পেলেই কঠোর ব্যবস্থা নেয়া হবে।

আজকের খুলনা
আজকের খুলনা