• রোববার ২৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৫ ১৪৩১

  • || ১৮ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

তেরখাদায় ডাকাতির প্রস্তুতিকালে পাইপগান ও ককটেল জব্দ : গ্রেফতার ৫

আজকের খুলনা

প্রকাশিত: ২০ মার্চ ২০২৪  

খুলনায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় পাইপগান ও ককটেলসহ চিহ্নিত সন্ত্রাসী সাঈদসহ ৫ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-৬ সদস্যরা। এর আগে সোমবার রাতে তেরখাদা উপজেলার নিশিপুর সাকিনস্থ একটি টিনশেড বিল্ডিংয়ে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার মলি­কপুরের মোঃ আবু সাঈদ মোল­া (৩৪), মোঃ করিম মোল­া (৩৬), মোঃ তরিকুল ইসলাম (৩৫), মোঃ রাজিব শেখ (২৮) ও মোঃ শরিফ গাজী (২৮)

মঙ্গলবার র‌্যাব-৬ খুলনা কার্যালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৮ মার্চ রাতে র‌্যাব-৬, খুলনার একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে খুলনার তেরখাদা উপজেলার নিশিপুর সাকিনস্থ একটি টিনশেড বিল্ডিং এর ভিতরে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় প্রধান আসামি মোঃ আবু সাঈদ মোল­ার কাছ থেকে ২টি পাইপগান ও অন্যান্য আসামিদের কাছ থেকে ২টি ককটেল উদ্ধার করা হয়। তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে গোপনে অবৈধ অস্ত্র নিজ দখলে রেখে এলাকায় ডাকাতি, সন্ত্রাসী কার্যকলাপ ও মাদক ব্যবসাসহ বিভিন্ন ধরনের অপরাধ করে আসছে। জব্দ করা আলামত ও আসামিদেরকে তেরখাদা থানায় হস্তান্তর এবং তাদের বিরুদ্ধে অস্ত্রআইনে মামলার প্রস্তুতি চলছে।

আজকের খুলনা
আজকের খুলনা