• বুধবার ০৮ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৫ ১৪৩১

  • || ২৮ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

ছেলের কোলে এসে ভোট দিলেন ৯০ বছরের বৃদ্ধা জেলেখা

আজকের খুলনা

প্রকাশিত: ৭ জানুয়ারি ২০২৪  

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হলেও খুলনার সর্বদক্ষিণের কয়রা ও পাইকগাছা উপজেলা নিয়ে গঠিত খুলনা-৬ আসনের ভোট কেন্দ্রগুলোতে তরুণদের তুলনায় বয়স্ক ভোটারের সংখ্যা বেশি।
তাদের মধ্যে একজন ৯০ বছরের জেলেখা পারভিন।হাঁটার শক্তি হারিয়েছেন অনেক আগেই।ছেলের কোলে উঠে ভোট কেন্দ্রে আসেন তিনি।

রবিবার (৭ জানুয়ারি) সকাল ১১ টায় খুলনার কয়রা উপজেলা সদর ইউনিয়নের গোবরা ঘাটাখালি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রে শীত উপেক্ষা করে এসেছিলেন ভোট দিতে। ভোট কেন্দ্রে ভোট দিতে আসা বৃদ্ধা জেলেখা খাতুনকে দেখে অবাক হয়েছেন অনেকেই।জেলেখা পারভিন শ্বাসকষ্টে ভুগছেন দীর্ঘদিন ধরে।
ভোট দেওয়ার অনুভূতি জানতে চাইলে জেলেখা পারভিন আস্তে আস্তে ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে বলেন,হাটার শক্তি নেই বাপু, ছাবালডার কোলে বসে এসে জীবনের শেষ মুহুর্তের ভোটটা পছন্দের প্রার্থীকে দিয়েছি মেরে।
ভোট দিতে কোন ভোগান্তি পোহাতে হয়নি বাঁধা ভোগান্তি ছাড়া ভোট দিতে পেরে খুশি জেলেখা পারভিন ।

জেলেখা পারভিন এর সাথে আসা ছেলে আবুল কাসেম সরদার বলেন, আমার মা বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন শয্যা শায়ী হাটা চলা করতে পারেনা । আজ ভোট অনুষ্ঠিত হবে শুনে তিনি ভোট দিতে এসেছেন। জীবনের শেষ মুহুর্তে তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে অনেক খুশি হয়েছেন মা। জীবনের শেষ মুহুর্তে মার মুখে হাসি দেখে আমারও খুবই ভাল লাগছে।

আজকের খুলনা
আজকের খুলনা