• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

আজকের খুলনা

১৫ লক্ষ বাগদার পোনা উদ্ধার,১০ হাজার টাকা জরিমানা

আজকের খুলনা

প্রকাশিত: ১২ মার্চ ২০১৯  

বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোনের একটি দল ও উপজেলা মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে দাকোপের পশুর নদী থেকে আনুঃ ৮ লক্ষ টাকা মূল্যের নিষিদ্ধ ১৫ লক্ষ বাগদার পোনা উদ্ধার এবং ২ জনকে আটক করে করেছেন। আটককৃতদের কাছ থেকে ভ্রামম্যান আদালতের মাধ্যমে ১০ হাজার টাকা জরিমানা আদায়।  উপজেলা নির্বাহী অফিস সুত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার দুপুর ২ আড়াটার সময় উপজেলাা পশুর নদী দিয়ে পাইকগাছা উপজেলা বয়ারঝাপা গ্রামের ইয়াকুব আলী খাঁ ২ পুত্র  মতিয়ার খাঁ ও আতিয়ার খাঁ নিষিদ্ধ ১৫ লক্ষ বাগদার পোনা ট্রলার যোগে নিয়ে যাচ্ছে এমন গোপন সংবাদের ভিক্তিতে বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোনের একটি দল ও উপজেলা মৎস্য অধিদপ্তরের যৌথ মোবাইল কোট পরিচালনা করে পশুর নদী থেকে আনুঃ ৮ লক্ষ টাকা মূল্যের নিষিদ্ধ ১৫ লক্ষ বাগদার পোনা উদ্ধার এবং তাদেকে আটক করে। পরে চালনা লঞ্চ ঘাটে দাকোপ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবদুল ওয়াদুদ ভ্রামম্যান আদালত পরিচালনা করে আটককৃত মতিয়ার খাঁ ও আতিয়ার খাঁ কাছ থেকে পৃথক ভাবে ৫ হাজার করে ১০ হাজার টাকা জরিমানা আদায় করে। উদ্ধার কৃত বাগদার পোনা নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবদুল ওয়াদুদ’র উপস্থিতে পশুর নদীতে অবমুক্ত  করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়ার মৎস্য কর্মকর্তা জয়দেব পাল, বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোনের সদস্য বৃন্দ, সাংবাদিক বৃন্দ ও স্থানীয় জনসাধারণ গন।


 

আজকের খুলনা
আজকের খুলনা