• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

আজকের খুলনা

গ্রাম আদালত বিষয়ে পানখালী ইউপিতে উঠান বৈঠক অনুষ্ঠিত

আজকের খুলনা

প্রকাশিত: ১২ মার্চ ২০১৯  


দাকোপে গ্রাম আদালত বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গ্রাম আদালত সক্রিয়করণ (২য় পর্যায়) প্রকল্পের উদ্যোগে ইউরোপিয় ইউনিয়ন,ইউএনডিপি বাংলাদেশের সহােযাগীতা উপজেলার পানখালী ইউনিয়নের পানখালী গ্রামে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বে-সরকারী উন্নয়ন সংস্থা ওয়েভ ফাউন্ডেশনের বাস্তবায়নে গতকাল মঙ্গলবার সকাল ১০ পানখালী গ্রামে উঠান বৈঠকে এ বিষয় উপস্থাপন করেন গ্রাম আদালতের উপজেলা সমন্বয়কারী মোঃ সবুজ আলী। এ সময় অতিথি হিসাবে বক্তৃতা করেন সাংবাদিক এস এম, মামুনুর রশিদ,পানখালী ইউনিয়ন গ্রাম আদালত সহকারী রেজাউল ইসলাম।  উপস্থিত ছিলেন স্থানীয় নারী-পুরুষ ও জনসাধারণ। ধারা বাহিকভাবে উপজেলার ৯টি ইউনিয়নের ৮১টি ওয়ার্ডে মাস ব্যাপি এ উঠান বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। গ্রাম আদালত এলাকার দরিদ্র ও প্রান্তিক নারী-পুরুষ এবং সাধারণ মানুয়ের পারিবারিক ও অন্য ছোট-খাটো বিরোধ নিয়ে ইউনিয়ন পরিষদে যে সব অভিযোগ দায়ের করেন তাদেরকে ন্যায় বিচারে সার্বিক সহযোগীতা করেন। 

আজকের খুলনা
আজকের খুলনা