• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

আজকের খুলনা

লবন সহিষ্ণু গমের আবাদ,ভালো ফলনের আশা কৃষকদের

আজকের খুলনা

প্রকাশিত: ১২ মার্চ ২০১৯  

উপকুলীয় জনপদ কয়রায় সিডরের মাধ্যমে লবন সহিষ্ণু গম চাষ করে ভালো ফলন পাবে বলে আশাবাদ ব্যক্ত করছেন স্থানীয় কৃষকরা। আর এ সফলতা  এনে দিয়েছে সরেজমিন গবেষনা বিভাগ খুলনা। গত সোমবার সরোজমিনে ঘুরে দেখা গেছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এর সরোজমিন গবেষণা বিভাগ এম এলটি সাইট কয়রায় পরীক্ষামুলক বারি সিডার দিয়ে লবন সহিষ্ণু বারি গম -২৫ বপন করা হয়। আর এর ফলে ভালো ফলন হওয়ায় কৃষকরা অনেক খুশি । আর তা দেখার পর স্থানীয় কৃষকরা সিডারের মাধ্যমে গম চাষে আগ্রহী হয়ে উঠছেন। উত্তর বেদকাশী ইউনিয়নের কৃষক মোঃ নওশের আলী বলেন,আমি সিডারের মাধ্যমে প্রথম কম চাষাবাদ করে লাভবান হতে পেরে খুবই খুশি। কেননা এটা একই সাথে বীজ বপন ও সার দেওয়া যায়। চাষ খরচ কম হওয়ায় এলাকার অন্যান্য কৃষকরাও সিডারের মাধ্যম দিয়ে চাষ করার জন্য অতি উৎসাহী হয়ে উঠছে। এমএলটি সাইট কয়রার দায়িত্বরত বৈজ্ঞানিক সহকারী মোঃ জাহিদ হাসান বলেন, কৃষকরা গমের জমিতে সময় মতো সেচ দিতে না পারায় মনে করছিলাম ফলন ভাল হবে না। তার পরেও গমের ফলন দেখে খুবই ভাল লেগেছে। যা স্থাণীয় কৃষকদের খুবই উপকারে আসছে। তিনি আরও বলেন, পরীক্ষামুলক ভাবে সিডারের মাধ্যমে ১ হেক্টর জমিতে গম ও ১ বিঘা জমিতে সরিষা চাষ করা হয়েছে  এবং তাতে ভালো ফসল পেয়েছে। তবে সিডার ব্যবহারের জন্য দোআঁশ ও বেলে দোআঁশ মাটি উপযোগী। আশা করি কয়রার মাটিতে এই পদ্ধতিতে চাষাবাদ করে স্থানীয় কৃষকরা লাভবান হবে। সরোজমিন গবেষণা বিভাগের খুলনার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ হারুনর রশিদ বলেন, কম খরচ ও অল্প সময়ে একই সাথে চাষ ও বীজ বপন করার জন্য বারি সিডার ব্যবহার করা যায় । কয়রা এলাকার জমিতে দেরীতে জো আসায় সিডারের মাধ্যম দিয়ে সরিষা, ভুট্টা, বার্লি , সুর্যমুখি চাষ করলে কৃষকরা লাভবান হবে।

আজকের খুলনা
আজকের খুলনা