• বুধবার ০৮ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৫ ১৪৩১

  • || ২৮ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

খুলনায় বিএনপির লিফলেটসহ ককটেল উদ্ধার

আজকের খুলনা

প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৩  

খুলনার ডুমুরিয়া উপজেলার আটলিয়া ইউনিয়ন পরিষদের পাশে একাধিক বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে খুলনার ডুমুরিয়া উপজেলার আটলিয়া ইউনিয়ন পরিষদের পাশেই এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন প্রত্যক্ষদর্শীর সঙ্গে কথা বলে জানা গেছে, চুকনগর বাজার থেকে বাড়িতে যাচ্ছিলেন। রাত সাড়ে নয়টার দিকে আটলিয়া ইউনিয়ন পরিষদের কাছাকাছি পৌঁছাতেই পরিষদের পূর্ব পাশেই হঠাৎ করে পরপর ছয় থেকে সাতবার বিকট শব্দে বোমা বিস্ফোরণ হয়। এসময় তারা কিছু বুঝে ওঠার আগেই দুর্বৃত্তরা কিছু লিফলেট ও একটি বোমা ভর্তি ব্যাগ ফেলে তড়িঘড়ি করে মোটরবাইকযোগে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। মাথায় হেলমেট থাকায় তাদের কাউকে চিনতে পারেননি পথচারীরা।

আটলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রতাপ রায় জানান, প্রধানমন্ত্রীর খুলনায় আগমন উপলক্ষে আমরা বাজারের ভূমি অফিস মোড়ে অগ্রণী যুবসংঘ ক্লাবে মিটিং করছিলাম। এসময় বিকট শব্দ শুনে আমরা আতঙ্কিত হয়ে বাইরে বের হয়ে দেখি মানুষ দৌড়াচ্ছে।

ডুমুরিয়া থানার ওসি (অপারেশন) কবিরুল হোসেন বলেন, বোমা বিস্ফোরণ হয়েছে। ঘটনাস্থল থেকে ৯টা তাজা বোমা, খালেদা জিয়ার মুক্তি ও টেকব্যাক বাংলাদেশ লেখা লিফলেট উদ্ধার করেছি। ঘটনার তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ব্যাপারে জেলা বিএনপির সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী বলেন, মহাসমাবেশে যোগ দিতে বিএনপির নেতাকর্মীরা এখন ঢাকায়। পরিকল্পিতভাবে বোমা বিস্ফোরণ এবং সেখান থেকে বিএনপির লিফলেট উদ্ধার দেখিয়ে সাজানো ঘটানোর দায় বিএনপির কাঁধে চাপানোর চেষ্টা চলছে।

তিনি বলেন, ঘটনাস্থল থেকে যে লিফলেট উদ্ধার দেখানো হচ্ছে, তার সঙ্গে বিএনপির প্রচার করা লিফলেটের কোনো মিল নেই। পুরো বিষয়টি সাজানো এবং বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলা দায়েরের অপকৌশল।

আজকের খুলনা
আজকের খুলনা