• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

আজকের খুলনা

পাইকগাছায় ছাদ থেকে পড়ে গৃহবধুর মৃত্যু

আজকের খুলনা

প্রকাশিত: ১১ মার্চ ২০১৯  

পাইকগাছায় ছাদ থেকে পড়ে এক গৃহবধুর করুণ মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে উপজেলার গোপালপুর গ্রামে মর্মান্তিক এ মৃত্যুর ঘটনা ঘটে। মৃতের বাড়ীতে গিয়ে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ।  
এলাকাবাসী সুত্রে জানা গেছে, উপজেলার গদাইপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের ঔষধ ব্যবসায়ী অশোক ঘোষের স্ত্রী বুলু রাণী ঘোষ (৫২) সোমবার বেলা আড়াইটার দিকে বসত বাড়ীর দ্বিতল ভবনের ছাদে কাপড় শুকাইতে যান। এ সময় অবসাবধান বশত বুলু রাণী ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। এদিকে খবর পেয়ে মৃত্যের বাড়িতে ছুটে আসেন উপজেলা আওয়ামীলীগের আহবায়ক ও আওয়ামীলীগ মনোনীত উপজেলা চেয়ারম্যান প্রার্থী গাজী মোহাম্মদ আলী, সাবেক এমপি এড. শেখ নূরুল হকের পুত্র জেলা আওয়ামীলীগ নেতা ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব শেখ মনিরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান গাজী জুনায়েদুর রহমান, সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক মলঙ্গী, আওয়ামীলীগনেতা গাজী নজরুল ইসলাম, নির্মল চন্দ্র অধিকারী, যুবলীগ নেতা এম এম আজিজুল হাকিম ও শেখ মাসুদুর রহমান, এড. শিবু প্রসাদ সরকার, প্রভাষক রবীন কর্মকার। এদিকে বুলু রাণীর মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বিবৃতি দিয়েছেন হিন্দু বৌদ্ধ খ্রিষ্ঠান ঐক্য পরিষদের জেলা সহ-সভাপতি এড. অজিত কুমার মন্ডল, উপজেলা সভাপতি রবীন্দ্র নাথ রায়, সাধারন সম্পাদক তৃপ্তি রঞ্জন সেন। বিকালে বোয়ালিয়া মহাশ্মশানে তার অন্তেষ্ঠিক্রিয়া সম্পন্ন করা হয়। 
 

আজকের খুলনা
আজকের খুলনা