• মঙ্গলবার ০৭ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৪ ১৪৩১

  • || ২৭ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

তেরখাদায় অস্ত্রবিহীন ভিডিপি মৌলিক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান

আজকের খুলনা

প্রকাশিত: ১ সেপ্টেম্বর ২০২৩  

তেরখাদা প্রতিনিধিঃ  গত ৩১আগস্ট দুপুর ২ টার দিকে উপজেলার আটলিয়া  সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে উপজেলা আনসার ভিডিপি অফিসের উদ্যোগে ১০ দিনব্যাপী অস্ত্রবিহীন ভিডিপি মৌলিক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।  উপজেলা  আনসার ভিডিপি অফিসার মোঃ আব্দুর রউফের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণ  সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃকা করেন উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান মোঃ শারাফাত হোসেন মুক্তি। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও তেরখাদা প্রেসক্লাবের  সদস্য মোল্লা সাহিদুল ইসলাম এবং  তেরখাদা প্রেসক্লাবের সভাপতি এস এম মফিজুল ইসলাম জুম্মান। উপজেলা প্রশিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম এর সঞ্চালনায় অনুষ্ঠিত প্রশিক্ষণ অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তৃতা করেন ইউনিয়ন আনসার কমান্ডার ডাক্তার মোঃ মনিরুজ্জামান ও ইউনিয়ন দলপতি রাজু আহমেদ। অনুষ্ঠানে এছাড়া ইউনিয়ন দলনেতা, দলনেত্রী ও আনসার কমান্ডাররা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে প্রশিক্ষণে সার্টিফিকেট,সম্মানী ভাতা এবং  পুরস্কার বিতরণ করা হয়। এর আগে প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণের উদ্বোধন করেন আনসার ভিডিপির জেলা কমান্ড্যান্ট সাইফুদ্দিন।

আজকের খুলনা
আজকের খুলনা