• মঙ্গলবার ০৭ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৪ ১৪৩১

  • || ২৭ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

তেরখাদায় ডায়াগনস্টিক সেন্টারে সিলগালা, ৫ হাজার টাকা জরিমানা

আজকের খুলনা

প্রকাশিত: ২৮ আগস্ট ২০২৩  

তেরখাদা উপজেলা সদরের সালমান ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমান আদালতের অভিযান, ডায়াগনস্টিক সেন্টারে সিলগালা, ৫ হাজার টাকা জরিমানা আজ রবিবার দুপুর ১টার দিকে তেরখাদা বাজার পুরাতন বাস স্ট্যান্ড সংলগ্ন সালমান ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়।  লাইসেন্সবিহীন অপারেশন থিয়েটার এবং লাইসেন্সবিহীন ডায়াগনস্টিক সেন্টার পরিচালনা করায় সালমান ডায়াগনস্টিক সেন্টারের মালিক ও তেরখাদা উপজেলার আদমপুর গ্রামের মন্নু মৃধার পুত্র আলমগীর মৃধাকে উপজেলা নির্বাহী অফিসার ও প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুজ্জামান মেডিকেল প্রাক্টিস এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি নিয়ন্ত্রণ অধ্যাদেশ ১৯৮২ এর মোবাইল কোর্ট আইন ২০০৯ এর ৮ (১)/৯(১) ধারার বিধান মতে ৫ হাজার টাকা জরিমানা করেন। প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুজ্জামান একই অভিযোগের ভিত্তিতে সালমান ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করেন।  উপজেলা নির্বাহী অফিসার ও প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুজ্জামান বলেন, সালমান ডায়াগনস্টিক সেন্টার এর বৈধ কোন কাগজপত্র নেই। নেই অপারেশন করার মত উপযুক্ত অপারেশন থিয়েটার। রোগী সাধারণ প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছে।  তিনি বলেন, উপজেলায় লাইসেন্সবিহীন ডায়াগনস্টিক সেন্টার এর বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।বৈধ কাগজপত্র না  পাওয়া পর্যন্ত  সালমান ডায়াগনস্টিক সেন্টারটি বন্ধ থাকবে বলে তিনি জানান।

আজকের খুলনা
আজকের খুলনা