• বুধবার ০৮ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৪ ১৪৩১

  • || ২৮ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

তেরখাদায় জাতির পিতা বঙ্গবন্ধুর ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী পালিত

আজকের খুলনা

প্রকাশিত: ১৬ আগস্ট ২০২৩  

শেখ মাহাবুব আলম খুলনা প্রতিনিধিঃ
আজ শোকাবহ ১৫ আগস্ট, জাতীয় শোক দিবস। বাঙালি জাতির শোকের দিন। ইতিহাসের কলঙ্কিত কালো দিন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট রাতে সংঘটিত হয়েছিল এ কলঙ্কিত অধ্যায়। ৪৬ বছর আগে এ  দিনে স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করেছিল ক্ষমতালোভী নরপিশাচ কুচক্রী মহল। 
বাঙালির মুক্তির মহানায়ক স্বাধীনতা সংগ্রাম শেষে যখন  বিধ্বস্ত দেশটির পুনর্গঠন ও অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করতে চেয়েছিলেন তখনই ঘটানো হয় ইতিহাসের নির্মম এ ঘটনা। দিবসটিতে সমগ্র বাংলাদেশসহ 
 খুলনার তেরখাদায়  আলোচনা সভা ও দোয়া  অনুষ্ঠিত হলো ।  এ অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে জুম কনফারেন্সের মাধ্যমে  প্রধান অতিথির বক্তব্য করেন, খুলনা- ৪ আসনের এমপি আব্দুস সালাম মুর্শিদী। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন   উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া সুলতানা এ্যানি।  বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন তেরখাদা উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত)মোঃ শারাফাত হোসেন মুক্তি, মহিলা ভাইসচেয়ারম্যান নাজমা খান, থানার ওসি সরদার মোশাররফ হোসেন। 
অনুষ্ঠান বক্তব্য রাখেন  বীর মুক্তিযোদ্ধা চৌধুরী আবুল খায়ের, মোঃ বোরহান উদ্দিন আহমেদ, উপজেলা প্রকৌশলী শেখ ওয়ালিদ ইবনে হাসান, তেরখাদা প্রেসক্লাবের সভাপতি এস এম মফিজুল ইসলাম জুম্মান।
এ ছাড়াও  সভায় বিভিন্ন দপ্তরের অফিসার উপস্থিত ছিলেন।

আজকের খুলনা
আজকের খুলনা