• রোববার ০৫ মে ২০২৪ ||

  • বৈশাখ ২২ ১৪৩১

  • || ২৫ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

রূপসায় জাতীয় শিক্ষা সপ্তাহের সনদ ও পুরস্কার বিতরণ

আজকের খুলনা

প্রকাশিত: ২০ জুলাই ২০২৩  

“শিক্ষা নিয়ে গড়ব দেশ শেখ হাসিনার বাংলাদেশ” এই স্লোগানকে সঙ্গে নিয়ে খুলনার রূপসা উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ উপলক্ষে সনদ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

গত ১৯ জুলাই কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ভবনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ কামাল উদ্দিন বাদশা।

উপজেলা নির্বাহী অফিসার কোহিনুর জাহান এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আইরিন পারভিন।

এ সময় উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার, নিত্যনন্দ মণ্ডলের পরিচালনায় বক্তৃতা করেন কাজদিয়া কলেজিয়েট স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অজিত সরকার, পিঠাভোগ ডি জি সি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণপদ রায়, গোয়ারা হাফিজুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমল শিকদার, তৈয়বিয়া দারুস সুন্নাত মাদ্রাসা সুপার মাওলানা হাসিব উপজেলা মহিলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা মাধুরী সরকারসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সহকারী শিক্ষকবৃন্দ।

শিক্ষা সপ্তাহে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে- শ্রেষ্ঠ কলেজ হিসেবে অর্জন করেন সরকারি বঙ্গবন্ধু কলেজ, স্কুলের মধ‍্যে শ্রেষ্ঠতা অর্জন করে পিঠাভোগ ডি জি সি মাধ্যমিক বিদ্যালয়, শ্রেষ্ঠ প্রধান শিক্ষক গোয়ারা মাধ্যমিক বিদ্যালয়ের অমল কুমার সিকদার , শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক শিয়ালীর মাধ্যমিক বিদ্যালয়ের হিল্লোল কুমার মল্লিক, শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক তৃতীয়বার পুরস্কৃত হয় কাজদিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের আব্দুল কাদের।

আজকের খুলনা
আজকের খুলনা