• বৃহস্পতিবার ০৯ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৬ ১৪৩১

  • || ২৯ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম জয়ন্তীর প্রস্তুতি সভা

আজকের খুলনা

প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২৩  

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্ম বার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা বুধবার দুপুরে খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। আয়োজিত প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন খুলনা জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার উপ-পরিচালক মোঃ ইউসুপ আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুকুল কুমার মৈত্র, রুপসা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ কামাল উদ্দিন বাদশা, খুলনা বিশ্ববিদালয়ের সাবেক ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ. খুলনা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারী, ইউএনও ফুলতলা খোশনুর রুবাইয়াত, ইউএনও কোহিনুর জাহান, ফুলতলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ ইউসুফ, এ্যাড. মিনা মিজানুর রহমান, অধ্যক্ষ সমীর কুমার ব্রক্ষ্ম, অধ্যক্ষ শেখ মিজানুর রহমান, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মৃনাল হাজরা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কে এম জিয়া হাসান তুহিন ও ফারজানা ফেরদৌস নিশা, ভারপ্রাপ্ত আরএমও ডাঃ হাসিবুর রহমান, ইউপি চেয়ারম্যান শেখ মনিরুল ইসলাম সরদার ও শেখ আবুল বাশার, সাংবাদিক ও গবেষক বিধানদাস গুপ্ত, প্রেসক্লাব সভাপতি তাপস কুমার বিশ্বাস, উপজেলা প্রেসক্লাব সভাপতি শামসুল আলম খোকন, প্রভাষক মাজহারুল ইসলাম প্রমুখ।

সভায় ফুলতলা দক্ষিণডিহির রবীন্দ্র কমপ্লেক্স ও রূপসার পিঠাভোগে আগামী ২৫ বৈশাখ থেকে ৩দিন ব্যাপী রবীন্দ্র জন্ম জয়ন্তী পালনের সিদ্ধান্ত গৃহিত হয়।

আজকের খুলনা
আজকের খুলনা