• বৃহস্পতিবার ০৯ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৫ ১৪৩১

  • || ২৯ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

কপিলমুনি বধ্যভূমি পরিদর্শনে প্রতিমন্ত্রী কে এম খালিদ

আজকের খুলনা

প্রকাশিত: ২ আগস্ট ২০২২  

খুলনার পাইকগাছার কপিলমুনি বধ্যভূমি পরিদর্শন করেছেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ(এমপি)। সরকারী সফরের অংশ হিসেবে মঙ্গলবার (২ আগস্ট) কপিলমুনির বধ্যভূমি পরিদর্শন করেন তিনি।

সফরসূচি অনুযায়ী প্রতিমন্ত্রী সকাল সাড়ে দশটায় উপজেলার কপিলমুনি বধ্যভূমি পরিদর্শন করেন। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, পাইকগাছা-কয়রা আসনের সংসদ সদস্য আলহাজ্ব আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু, উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম, কপিলমুনি ইউপি চেয়ারম্যান কওছার আলী জোয়ার্দ্দার।
এছাড়া আরও উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, লতা ইউপির চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস, কপিলমুনি ইউনিয়ন আ’লীগের সভাপতি যুগোল কিশোর দে, কপিলমুনি প্রেসক্লাবের সাবেক সভাপতি ও আ’ লীগ নেতা হেদায়েত আলী টুকু, বর্তমান সহ-সভাপতি মুন্সী রেজাউল করিম মহব্বত, কপিলমুনি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রাজু সহ স্থানীয় সুধী সমাজ, প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বধ্যভূমি পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী বেলা ১২ টায় কয়রা উপজেলার মসজিদকুড় পীর খানজাহান আলী (র:) মসজিদ, আমাদী দীঘি, কাবাড়ীপাড়া কালিমন্দির পরিদর্শন করেন।

আজকের খুলনা
আজকের খুলনা