• বুধবার ০৮ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৫ ১৪৩১

  • || ২৮ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

পাইকগাছায় হত্যাকান্ডের দু মাস পার খুনি গ্রেফতার

আজকের খুলনা

প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২১  

খুলনায় পাইকগাছার কপিলমুনির ইব্রাহীম মোড়ল হত্যাকান্ডের প্রধান আসামি আকবর ফকিরকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার প্রায় ২ মাস পর মঙ্গলবার রাতে উপজেলার আদালত সংলগ্ন মোটর সাইকেল স্ট্যান্ড থেকে আকবর ফকির তাকে গ্রেফতার করে পুলিশ। সে উপজেলার খাটুমারী বেতবুনিয়া আবাসন প্রকল্পের বাসিন্দা এবং ওই এলাকার বাবুল ফকিরের ছেলে।  
আজ বুধবার সকালে পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আকবর ফকির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। জবানবন্দিতে সে ইব্রাহীমকে হাত পা বেঁধে শ্বাসরোধ করে হত্যার কথা স্বীকার করে বলেছে ভ্যানচুরির টাকার ভাগাভাগি নিয়ে হত্যাকান্ডটি ঘটেছে। তার সাথে আরো একজন হত্যায় জড়িত রয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা কপিলমুনি পুলিশ ফাঁড়ির এসআই আব্দুল আলীম জানান,  গত ৬ নভেম্বর বেলা ১১ টার দিকে পাইকগাছা থানা পুলিশ উপজেলার কপিলমুনির সলুয়া এলাকার একটি মাঠের মধ্যে ডোবা থেকে অজ্ঞাত পরিচয় হিসেবে ইব্রাহীমের লাশটি উদ্ধার করে। পরে তার বড় ভাই ইসমাইল হোসেন পত্রিকায় প্রকাশিত সংবাদ ও ছবি দেখে তার লাশটি শনাক্ত করে। ইব্রাহীম মোড়ল তালা উপজেলার বালিয়া গ্রামের কাচের আলী মোড়লের ছেলে। 

আজকের খুলনা
আজকের খুলনা