• মঙ্গলবার ১৪ মে ২০২৪ ||

  • বৈশাখ ৩১ ১৪৩১

  • || ০৫ জ্বিলকদ ১৪৪৫

আজকের খুলনা

গল্লামারী স্মৃতিসৌধে মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের শ্রদ্ধাঞ্জলী

আজকের খুলনা

প্রকাশিত: ২২ নভেম্বর ২০১৮  

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ও অবঃ সচিব কাজী রিয়াজুল হক বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন ও তার স্মৃতি আমাদের সকলকে ধরে রাখতে হবে। পুরাতন ইতিহাস যদি আমরা সংরক্ষন করতে না পারি কিংবা ভবিষ্যৎ প্রজন্মের সামনে তুলে ধরতে না পারি, তা হলে আগামী প্রজন্ম আমাদের ক্ষমা করবে না। খুলনা জেলা ও বিভাগ আমার কাছে একটি ইতিহাসময় স্মৃতি। এখানকার জেলা প্রশাসক থাকাকালীন আমি গল্লামারী বধ্যভূমিতে শহীদদের স্মৃতি রক্ষার্থে স্মৃতিসৌধ নির্মানের জন্য সরকারী ভাবে জমি অধিকরন শুরু করি। সেই স্মৃতিচারন করতে আমি চাকুরী জীবনে অবসর গ্রহন করেও এইপদে আসীন হয়ে আমার স্মৃতিবিজড়িত স্থানে ফিরে এসেছি। তিনি বৃহস্পতিবার বিকাল ৪টায় বটিয়াঘাটা উপজেলার গল্লামারী বধ্যভূমি ও স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পন শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশীষ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(এলএ)মোঃ ইকবাল হোসেন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সরদার মাহবুবুর রহমান, মহানগর কমান্ডার অধ্যাঃ আলমগীর কবীর, ডেপুটি কমান্ডার মুন্সী আয়ুব আলী, সহকারী কমান্ডার ইঞ্জিঃ আঃ জব্বার, খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও এটিএন বাংলার প্রতিনিধি এসএমএ হাবিব, কেএমপির হরিনটানা থানার ওসি মোঃ শফিক, মানবাধিকার কমিশনের বটিয়াঘাটা সভাপতি ও সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মোঃ ওমর ফারুক, সাধারন সম্পাদক ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রতাপ ঘোষ, উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, হরিনটানা থানার ওসি(তদন্ত) বায়েজিদ হোসেন, সাংবাদিক শাহীন বিশ্বাস, বীরমুক্তিযোদ্ধা যথাক্রমে শেখ আফজাল হোসেন, আঃ ছাত্তার, নিরঞ্জন কুমার রায়, নির্মল অধিকারী, আবুল হাশেম মৌলঙ্গী, আকরাম হোসেন, মানবাধিকার কমিশনের উপজেলা যুগ্মসম্পাদক পরিতোষ রায়, কোষাধ্যক্ষ রঞ্জন মিস্ত্রী, সাংগঠনিক সম্পাদক বুদ্ধদেব মন্ডল, সদস্য শহীদ সানা ও ঠাঁকুর দাস প্রমূখ।

আজকের খুলনা
আজকের খুলনা