• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

আজকের খুলনা

বাংলাদেশ ডিজিটাল হওয়ায় সব ধরনের সেবা পাচ্ছে জনগন- মূর্শেদী

আজকের খুলনা

প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি ২০১৯  

খুলনা-৪ আসনের এমপি বিশিষ্ট শিল্পপতি সাবেক তারকা ফুটবলার আব্দুস সালাম মুর্শেদী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে ডিজিটাল দেশে রুপান্তরিত করেছেন। তা আজ বাস্তব রূপ নিয়েছে। দেশ ডিজিটাল হওয়ার কারনেই সব ধরনের সুযোগ সুবিধা পাচ্ছে জনগন। হাতের নাগালেই পাওয়া যাচ্ছে স্বাস্থ্য সেবা সহ দেশের সব ধরনের সেবা। শুধু তাই নয়, প্রধানমন্ত্রী ইতোমধ্যে বাংলাদেশকে উন্নয়নশীল দেশে পরিনত করেছেন। আগামীতে এ দেশ উন্নত দেশে পরিনত হবে। তিনি গতকাল শুক্রবার বিকাল ৩ টায় তেরখাদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন ও কনফারেন্স রুমে হাসপাতাল সুষ্ঠু ব্যবস্থাপনা, চিকিৎসা সেবার মান উন্নয়নের লক্ষ্যে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় বক্তৃতাকালে এ কথাগুলো বলেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রুমা পারভীনের সভাপতিত্বে অন্যান্যোর মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহ সভাপতি এ্যাড. মুজিবুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু, রূপসা উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন বাদশা, জেলা আওয়ামীলীগের উপ প্রচার সম্পাদক শেখ শহিদুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইউপি চেয়ারম্যান এফ এম অহিদুজ্জামান, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সালেকুজ্জামান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা চম্পা, ছাগলাদাহ ইউপি চেয়ারম্যান এস এম দীন ইসলাম, আজগড়ার সাবেক ইউপি চেয়ারম্যান বাদশা মল্লিক, উপজেলা মুক্তিযুদ্ধের ডেপুটি কমান্ডার চৌধুরী আবুল খায়ের,উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি মুক্তিযোদ্ধা অরবিন্দ প্রসাদ সাহা, তেরখাদা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. সাদ-বিন-আব্দুস সালাম, ডা. মৌসুমি সাহা, ডা. আমিনুর রহমান, উপজেলা সেনেটারি কর্মকর্তা কল্যাণ কুমার কুন্ডু, জেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ সভাপতি মোঃ আমিনুর রহমান, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও যুবলীগ নেতা শারাফাৎ হোসেন মুক্তি সহ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ, স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা কর্মচারীগণ ও শ্রেণিপেশার ব্যক্তিবর্গ প্রমুখ। এর পর বিকাল ৫ টায় এমপি আব্দুস সালাম মূর্শেদী প্রধান অতিথি হিসেবে উপজেলার আজগড়া ধর্মতলা সার্বজনীন পূজা মন্দিরের কমিটি সহ অত্র এলাকার সাধারন জনগনের সাথে মতবিনিময় করেন।

আজকের খুলনা
আজকের খুলনা