• মঙ্গলবার ১৪ মে ২০২৪ ||

  • বৈশাখ ৩১ ১৪৩১

  • || ০৫ জ্বিলকদ ১৪৪৫

আজকের খুলনা

ডুমুরিয়ায় সদ্য নির্মিত টিয়াবুনিয়া তিন ব্যান্ডের স্লুইজ গেটে ফাটল

আজকের খুলনা

প্রকাশিত: ২২ নভেম্বর ২০১৮  


খুলনার ডুমুরিয়ায় ভারী যানবাহন চলাচলের ফলে সালতা নদীর মুখে সদ্য নির্মিত তিন ব্যান্ডের স্লুইজ গেটে ফাটল দেখা দিয়েছে। গত দুই সপ্তাহ আগে স্থানীয়বাসীর চোখে পড়ে এ ফাটল। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন।
জানা যায়, উপজেলার টিয়াবুনিয়া মৌজায় ২৭/২ ও ২৯ নম্বর পোল্ডারে সালতা নদীর মুখে পুরাতন চার ব্যান্ডের স্লুইজ গেটটি ২০১০ সালে প্রবল পানির চাপে ধসে যায়। এতে বিচ্ছিন্ন হয়ে পড়ে কৈয়া-শরাফপুর সড়ক যোগাযোগ ব্যবস্থা। সীমাহিন দুর্ভোগে পড়ে দক্ষিনাঞ্চলের হাজার হাজার মানুষ। জোয়ারের পানিতে প্লাবিত হয় টিয়াবুনিয়া, ভেলকামারী বিলসহ অন্তত পক্ষে ১৫টি গ্রাম। ভেসে যায় কয়েক শত মাছের ঘের। দীর্ঘ ৪/৫ বছর বিচ্ছিন্ন অবস্থা অতিক্রমের একপর্যায়ে পানি উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে ২০১৩-১৪ অর্থ বছরে ২ কোটি ১০ লাখ টাকা বরাদ্দে সেখানে তিন ব্যান্ডের একটি স্লুইজ গেট নির্মান কাজ শুরু হয়। ২০১৪-১৫ অর্থ বছরে এএস কনেস্টেকশন নামে এক ঠিকাদারী প্রতিষ্ঠানের মাধ্যমে গেটের কাজ সম্পন্ন হয়। গেটটি আনুষ্ঠানিকভাবে এখনো উদ্বোধন করা হয়নি। কোন ধরণের প্রচার প্লেটও সেখানে বসানো হয়নি। গত সপ্তাহ দুই হচ্ছে সেই গেটের ওয়ালে ফাটল দেখা দিয়েছে। একটি সুত্র জানায়, সম্প্রতি স্লুইজ গেটের উপর দিয়ে প্রতিদিন শতশত মাত্রাতিরিক্ত বোঝাই বালু ও মাটির ট্রাক চলাচল করেছে। ১২ টন ক্ষমতাসম্পন্ন গেটের উপর দিয়ে ৪০ মেট্রিক টনের বালুর ট্রাক চলাচল করার কারণে গেটটি ক্ষতিগ্রস্থ হয়েছে। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাহনাজ বেগমসহ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাবৃন্দ গেটটি পরিদর্শন করেন। 
এ প্রসঙ্গে ওই সময় দায়িত্বপ্রাপ্ত পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা বর্তমান এসডি কৃষ্ণপদ জানান, ডিজাইন না দেখে কিছুই বলতে পারবো না। তবে ভারী যানবাহন চলাচল করলে গেটটি ভেঙ্গে যাবে। 
খুলনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শরিফুল ইসলাম বলেন, সদ্য নির্মিত গেটে এমন ফাটল হওয়ার কথা নয়। কেন এমন ঘটলো বা স্লুইজ গেটটি কি ঝুঁকিপূর্ণ এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যারা ডিজাইন করেছিলো এবং কিভাবে কাজ সম্পন্ন হয়েছে সেটা না জেনে বুঝে কোন মন্তব্য করা সঠিক হবেনা। তবে মাত্রাতিরিক্ত ভারী যানবাহন চলাচলের কারণে এমনটা ঘটতেও পারে। গেটের উপর দিয়ে ভারীযানবাহন না চলাচলের জন্য ইতোমধ্যে নির্দেশনা দেয়া হয়েছে বলে জানান ওই কর্মকর্তা।  


 

আজকের খুলনা
আজকের খুলনা