• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

আজকের খুলনা

রূপসা থানা এলাকা থেকে মাদক সহ ৩ জন গ্রেফতার

আজকের খুলনা

প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০১৯  

খুলনা জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ জনাব তোফায়েল আহমেদ এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক গোপাল চন্দ্র রায়, সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনাকালে রূপসা থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনাকালে রূপসা থানাধীন ইলাইপুর চৌ-রাস্তার মোড়ে অবস্থনকালে গোপন সূত্রে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের কথা জানিতে পারিয়া মামলার ঘটনাস্থল রূপসা থানাধীন রূপসা বাগমারা গ্রাম’ রূপসা টু ইলাইপুর যাওয়ার পাঁকা রাস্তার উত্তর পার্শ্বে মাজহারুল এর নির্মানাধীন বাড়ীর সামনে ফাঁকা জায়গায় পৌঁছে আসামি ১। হোসনেআরা বেগম (৩৫), স্বামী- কবির মীর, পিতা-মৃত নুর হোসেন হাওলাদার, সাং-বাগমারা, দক্ষিন পাড়া, ২। মোছাঃ কুলছুম বেগম (৪৫), স্বামী- হারুন শেখ, পিতা- মহব্বত আলী মীর, সাং- রূপসা বাগমারা উত্তর পাড়া থানা-রূপসা, জেলা-খুলনাদ্বয়কে করেন কিন্তু তার সহযোগী আরো একজন আসামি দৌড়ে পালাইয়া যায়। ঘটনাস্থলে উপস্থিত পথচারী সাক্ষীদের সম্মুখে ধৃত ব্যক্তির দেহ তল্লাসী করাকালে আসামী হোসনেআরা বেগম এর শরীরের সাথে বিশেষ কায়দায় সাদা কসটেপ দিয়ে পেঁচানো ১১ (এগার) বোতল ফেন্সিডিল ও পলিথিনে রক্ষিত ৩০০ (তিনশত) গ্রাম গাঁজা এবং আসামি কুলছুম এর শরীরের সাথে বিশেষ কায়দায় সাদা কসটেপ দ্বারা পেঁচানো ১০ (দশ) বোতল ফেন্সিডিল ও সাদা পলিথিনে রক্ষিত ২০০ (দুইশত) গ্রাম গাঁজা সর্বমোট ১১+১০=২১ (একুশ) বোতল ফেন্সিডিল এবং ৩০০+২০০=৫০০ (পাঁচশত) গ্রাম মাদকদ্রব্য গাঁজা  জব্দ তালিকা মূলে জব্দ করেন। এ সংক্রান্তে জেলা গোয়েন্দা শাখা, খুলনার পুলিশ পরিদর্শক (নিঃ) গোপাল চন্দ্র রায় বাদী হয়ে রূপসা থানায় আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেন। 
তাছাড়া চলমান বিশেষ অভিযান পরিচালনাকালে ৭,৫০,০০ (সাত লক্ষ পঞ্চাশ হাজার) জরিমানা এবং ০৬  (ছয়) মাসের বিনাশ্রম কারাদন্ডপ্রাপ্ত ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামি মাহাবুবুর রহমান, পিতা-ইসরাইল ও ইসরাফিল বিশ্বাস, সাং-গাওঘরা, বর্তমান সাং- শান্তিনগর, থানা-বটিয়াঘাটা, জেলা- খুলনাকে তার বটিয়াঘাটা থানাধীন শান্তিনগর বাজার থেকে ২৯/১২/১৯ তারিখ রাত ২২.১০ ঘটিকার সময় জেলা গোয়েন্দা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে উক্ত আসামিকে গ্রেফতার করেন। 
 

আজকের খুলনা
আজকের খুলনা