• মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৭ ১৪৩১

  • || ২০ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

কয়রায় ভূমিদস্যু সন্ত্রাসী আজিজুলের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

আজকের খুলনা

প্রকাশিত: ১৯ আগস্ট ২০১৯  

কয়রা উপজেলা সদরের ভূমি দস্যু ও সন্ত্রাসী আজিজুল ও তার বাহিনীর সদস্যদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন সহ বিক্ষোপ মিছিল সমাবেশ করেছেন এলাকার সহ¯্রাধীক নারী ও পুরুষ। শুক্রবার বিকেল ৩ টায় কয়রা প্রেস ক্লাব মোড়ে মানববন্ধব শেষে সমাবেশে বক্তব্য রাখেন সন্ত্রাসী আজিজুলের নিকট আত্মীয়রা এবং ক্ষতিগ্রস্থ পরিবারের একাধিক ব্যক্তি। বক্তারা জানান, ভূমি দস্যু ও সন্ত্রাসী আজিজুল ও তার বাহিনীর সদস্য মামুন, সাইফুল্লাহ, সালাম, রিকো, ইউনুছ সহ আরও অনেকে এলাকার জমি জমা খাল দখল করায় তাদের বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে কিন্তু আজিজুল ও তার বাহিনিীর সদস্যরা আইনের ফাক ফোকড় দিয়ে মামলা থেকে জামিন পেয়ে সম্প্রতি আবারও খুর করার উদ্দেশ্যে হামলা চালায় তার প্রতিবেশি আনারুলের উপর এবং এ ঘটনায় ৩ জন মারাক্তক জখম হয়ে ঢাকা পঙ্গু হাসপাতাল সহ খুলনায় চিকিৎসাধীন আছে।

সমাবেশ শেষে প্রফেসার নুরবান আলী সাংবাদিকদের জানান, ৫ আগষ্ট গভীর রাতে সন্ত্রাসী আজিজুল ও তার সদস্যরা প্রতিবেশি আনারুলের বাড়ী দখল করতে গেলে বাধা দিলে আনারুলের ডান পা লোহার রড দিয়ে পিটিয়ে টুকরো টুকরো করে দেয় এবং বাম উরুতে ও বাম হাতে দায়ের কোপে জখম করে। আনারুল বর্তমান ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি আছে তবে সে চিরতরে পঙ্গু হয়ে বেঁচে থাকবে বলে ডাক্তার জানিয়েছেন। এছাড়া আনারুলকে ঠেকাতে গিয়ে ছোট ভাই আমিরুলের মাথায় ও বাম হাতে দায়ের কোপ এবং প্রতিবেশি আব্দুল্লার মাথায় ও ডান হাতে দায়ের কোপে জখম করায় ২ জনই খুলনায় চিকিৎসাধীন আছে। তিনি বলেন, এ ঘটনায় ১০ আগষ্ট কয়রা থানায় আজিজুল সহ ১০ জন কে আসামী করে মামলা করা হয়েছে যার নং ১৬ তাং ১০/০৮/২০১৯। এদিকে ভূমি দস্যু সন্ত্রাসী আজিজুল ও তার সহযোগিদের গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যহত আছে। এছাড়া এলাকাবাসী ও তাকে ধরিয়ে দিতে ব্যাপক তৎপর বলে জানা গেছে।

আজকের খুলনা
আজকের খুলনা