• মঙ্গলবার ১৪ মে ২০২৪ ||

  • বৈশাখ ৩১ ১৪৩১

  • || ০৫ জ্বিলকদ ১৪৪৫

আজকের খুলনা

খুলনায় বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির  (বেলা) সভা

আজকের খুলনা

প্রকাশিত: ২২ নভেম্বর ২০১৮  

বেলা’র আয়োজনে খুলনা অঞ্চলের পরিবেশগত সমস্যা ও সমাধানের কৌশল নির্ধারণ বিষয়ক নেটওয়ার্ক সদস্যদের নিয়ে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে । আজ ২২ নভেম্বর সকাল ১০ টায় বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি  (বেলা)’র আয়োজনে খুলনা অঞ্চলের পরিবেশগত সমস্যা ও সমাধানের কৌশল নির্ধারণ বিষয়ক নেটও য়াক সদস্যদের নিয়ে পরামর্শ সভাটি অনুষ্ঠিত হয়। খুলনাস্থ স্কুল হেলথ ক্লিনিক অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই পরামর্শ সভায় সভাপতিত্ব করেন খলনা অঞ্চলের  অন্যতম নাগরিক নেতা ও সুজনের জেলা সম্পাদক এ্যাড. কুদরত-ই-খুদা।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাসাস এর প্রধান নির্বাহী এ্যাড.শামীমা সুলতানা শীলু এবং পশুর রিভার ওয়াটার কিপার ও বাপা, মোংলার সমন্বয়কারী নূর আলম। পরামর্শ সভায় সঞ্চালক হিসেবে দায়িত্ব পালন করেন বাপা, খুলনার সমন্বয়কারী এ্যাড. এম বাবুল হাওলাদার এবং লিখিত নিবন্ধ উপস্থাপন করেন বেলা’র বিভাগীয় সমন্বয়কারী মাহফুজুর রহমান মুকুল। পরামর্শ সভায় মতামত প্রদান করেন আইনজীবী এ্যাড. জাহাঙ্গীর সিদ্দিকী, আইনজীবী এ্যাড. নুরুন্নাহার পলি, এ্যাড. পপি ব্যানার্জী, প্রগতি সমাজ কল্যাণ সংস্থার আবু মহসীন মোল্লা, ঘষিয়াখালী চ্যানেল রক্ষা কমিটির সবুর রানা, ভুতিয়ার বিল রক্ষা কমিটর এস এম মফিজুল ইসলাম, আইআরভি’র কাজী জাভেদ খালিদ, খুলনা উন্নয়ন কমিটির যুগ্ম মহাসচিব আফজাল হোসেন রাজু, শিক্ষক অমল রায়, কৃষক রবীন্দ্রনাথ সরকার, বেডস এর জাহানারা মনি, সুন্দরবন ফাউন্ডেশনের শেখ আফজাল হোসেন, হিউম্যনিটি ওয়াচের শরিফুল ইসলাম সেলিম, সিডিপি’র ইকবাল হোসেন বিপ্লব, ছায়াবৃক্ষের মাহবুব আলম বাদশা, অপরাজেয় বাংলাদেশের মাহবুব আলম প্রিন্স, খানজাহান আলী দিঘী রক্ষা কমিটির মোল্লা লাবলু, গতি’র কামরুল কাজল প্রমূখ।  

আজকের খুলনা
আজকের খুলনা