• সোমবার ২৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৬ ১৪৩১

  • || ১৯ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

গ্রেনেড হামলার আসামিদের দেশে এনে দ্রুত বিচারের দাবি

আজকের খুলনা

প্রকাশিত: ১৯ আগস্ট ২০১৯  

২০০৪ সালের ২১ আগস্ট সারাদেশে গ্রেনেড হামলার ঘটনায় সাজাপ্রাপ্ত বিদেশে পলাতক ১৯ আসামিকে দেশে ফিরিয়ে এনে দ্রুত বিচারের রায় কার্যকর করার দাবিতে সমাবেশ ও মানববন্ধন করেছে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট।

আজ সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটি এই আয়োজন করে।

এতে আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীসহ সাধারণ জনগণ অংশ নেন। কর্মসূচিতে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি ও অভিনেত্রী রোকেয়া প্রাচী।

মানববন্ধনে উপস্থিত ছিলেন- অভিনেত্রী তারিন জাহান, আক্তার উদ্দিন, কণ্ঠশিল্পী রফিকুল ইসলাম, কবি রবীন্দ্র গোপ, কণ্ঠশিল্পী এস ডি রুবেলসহ বিভিন্ন নেতাকর্মীরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা।

বক্তারা বলেন, ২১ আগস্ট গ্রেনেড হামলার মাধ্যমে আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করার চেষ্টা করা হয়েছিল। যারা ভেবেছিল দেশকে দমিয়ে রাখা যাবে। তাদের সে ধারণা আজ ভুল প্রমাণিত হযেছে। বরং সেই শোককে শক্তিতে রূপান্তরিত করে দেশ আজ এগিয়ে যাচ্ছে।

তারা বলেন, ২০০৪ সালের ইতিহাস আমরা এখনো বয়ে বেড়াচ্ছি। ২১ আগস্ট মানে আমাদের লজ্জার দিন, কষ্টের দিন, শোকের দিন। সেদিনের ব্যথা শরীরে এখনো বয়ে বেড়াচ্ছেন অনেকে।

মানববন্ধনে অংশ নেওয়া সবাই গ্রেনেড হামলার সঙ্গে যারা জড়িত ছিল তাদের প্রতি ধিক্কার জানান। একই সঙ্গে মামলার রায়ে সাজাপ্রাপ্ত বিদেশে পলাতক আসামিদের দেশে ফিরিয়ে এনে তাদের রায় কার্যকর করার আহ্বান জানান।

আজকের খুলনা
আজকের খুলনা