• মঙ্গলবার ১৪ মে ২০২৪ ||

  • বৈশাখ ৩১ ১৪৩১

  • || ০৫ জ্বিলকদ ১৪৪৫

আজকের খুলনা

অগ্নিনির্বাপণ ব্যবস্থা না থাকলে মালিক সমিতির বিরুদ্ধে ব্যবস্থা

আজকের খুলনা

প্রকাশিত: ৩০ মার্চ ২০১৯  

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) মার্কেটে অগ্নিনির্বাপণ ব্যবস্থা না থাকলে দোকান মালিক সমিতির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। শুধু এই মার্কেট নয়, ঢাকা সিটিতে যতগুলো মার্কেট আছে, সেগুলো ঝুঁকিপূর্ণ কি না কিংবা সেগুলোতে অগ্নিনির্বাপণ ব্যবস্থা আছে কি না সেটা এখন দেখার সময় এসেছে।

মার্কেটে অগ্নিনির্বাপণ ব্যবস্থা না থাকলে সবার বিরুদ্ধেই ব্যবস্থা নেয়া হবে। বললেন ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম।

আজ সকালে গুলশান ডিএনসিসি মার্কেটে আগুন লাগার পর ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে মেয়র এসব কথা বলেন।  

মেয়র বলেন, ডিএনসিসির এই মার্কেটটিতে মামলার জটিলতা আছে। এ কারণে এখানে স্থায়ী মার্কেট করা যাচ্ছে না। আমরা দ্রুত মামলা নিষ্পত্তি করে স্থায়ী মার্কেটের দিকে যাব। যেখানে অগ্নি নির্বাপণের যাবতীয় ব্যবস্থা থাকবে।

তিনি বলেন, এর আগেই মার্কেটে আগুন লেগেছিল। তখন বিভিন্ন ব্যবস্থা নেয়ার কথা হয়েছে। কিন্তু ব্যবসায়ী কর্তৃপক্ষ সেই ব্যবস্থা নিয়েছিল কি না, সেগুলো আমরা খতিয়ে দেখব।

আতিকুল ইসলাম বলেন, এ সমস্যার স্থায়ী সমাধান করতে হবে। অনিয়ম করলে আর কোনো ছাড় নয়। ব্যবসা করতে হবে নিরাপদভাবে।

তিনি বলেন, প্রাথমিকভাবে জেনেছি পারফিউমের দোকান থেকে আগুন লেগেছে। আমরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি।

আজ ভোর পৌনে ৬টার দিকে মিনিটের দিকে রাজধানীর গুলশান-১ এর ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) মার্কেটে আগুন লাগে। পরে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিটের সঙ্গে সেনাবাহিনী এবং নৌবাহিনী অভিযানে নামে।

আজকের খুলনা
আজকের খুলনা