• মঙ্গলবার ১৪ মে ২০২৪ ||

  • বৈশাখ ৩১ ১৪৩১

  • || ০৫ জ্বিলকদ ১৪৪৫

আজকের খুলনা

নিরাপদ ভবন নির্মাণনীতি প্রণয়নের আহ্বান ইইউ`র

আজকের খুলনা

প্রকাশিত: ২৯ মার্চ ২০১৯  

বনানীর এফএম টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় শোক প্রকাশ করে নিরাপদ ভবন নির্মাণনীতি প্রণয়নে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

আজ শুক্রবার (২৯ মার্চ) ঢাকার ইইউ মিশন থেকে এক বার্তায় এই তথ্য জানানো হয়েছে।

অগ্নিকাণ্ডে নিহত ও ক্ষতিগ্রস্তদের প্রতি শোক ও সমবেদনা জানিয়ে ইইউ'র বার্তায় বলা হয়েছে, 'তৈরি পোশাক খাতের মতো অর্থনৈতিক খাতের সব ক্ষেত্রগুলোর কর্মপরিবেশ নিরাপদ করতে নিরাপদ কর্মপরিবেশের নীতি প্রণয়ন জরুরি। বিশেষ করে ভবন নির্মাণ সংক্রান্ত নিরাপদ নীতি প্রণয়ন।'

বার্তায় আরো বলা হয়, 'কর্মক্ষেত্রে নিরাপদ পরিবেশের প্রতি গুরুত্ব দেয় ইইউ। বাংলাদেশের তৈরি পোশাক খাতের কর্মপরিবেশ নিরাপদ করতে ইইউ ২০১৩ সাল থেকে কাজ করছে সরকারের সঙ্গে।'

গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বনানীতে অবস্থিত এফএম টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রায় সাড়ে ছয় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট। এই ঘটনায় এখন পর্যন্ত ২৫টি লাশ উদ্ধার করা হয়েছে।

আজকের খুলনা
আজকের খুলনা