• বুধবার ১৫ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ১ ১৪৩১

  • || ০৬ জ্বিলকদ ১৪৪৫

আজকের খুলনা

দেশে ফিরেছেন স্পিকার

আজকের খুলনা

প্রকাশিত: ২৯ মার্চ ২০১৯  

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী আইএমএফ পার্লামেন্টারি সেমিনারে অংশগ্রহণ শেষে বৃহস্পতিবার রাতে দিল্লী থেকে দেশে ফিরেছেন।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহাবুব আলী ও জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে স্পিকারকে স্বাগত জানান।

এর আগে ভারতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সৈয়দ মোয়াজ্জেম আলী দিল্লী বিমান বন্দরে স্পিকারকে বিদায় জানান।

ড. শিরীন শারমিন চৌধুরী দিল্লীতে আইএমএফ-সাউথ এশিয়া রিজিওনাল ট্রেনিং এ্যান্ড টেকনিক্যাল এসিস্ট্যান্স সেন্টার (আইএমএফ-এসএআরটিটিএসি) আয়োজিত ‘বিল্ডিং ম্যাক্রো ইকোনমিক ক্যাপাসিটি ইন সাউথ এশিয়া’ শীর্ষক দুই দিনব্যাপী সেমিনারের উদ্বোধন অনুষ্ঠান এবং ‘রিপিং দ্যা ডিভিডেন্ডস অব পাবলিক ইনভেস্টমেন্ট: প্রেক্ষিত বাংলাদেশ’ অধিবেশনে বক্তৃতা করেন।

 

এছাড়া তিনি বাংলাদেশ হাই কমিশন আয়োজিত ৪৮তম স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

আইএমএফ পার্লামেন্টারি সেমিনারে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর নেতৃত্বে অনুমিত হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মো. আব্দুস শহীদ, সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মো. রুস্তম আলী ফরাজী, সাগুফতা ইয়াছমিন এমপি, আনোয়ারুল আবেদীন খান এমপি এবং আহসানুল ইসলাম টিটু এমপি অংশ নেন।

আজকের খুলনা
আজকের খুলনা