• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

আজকের খুলনা

পরিবারের ৬ জনের পর চলে গেলেন শাহজালালও

আজকের খুলনা

প্রকাশিত: ১২ মার্চ ২০১৯  

বুড়িগঙ্গার সদরঘাটে লঞ্চের ধাক্কায় নৌকাডুবে একই পরিবারের ছয়জনের মৃত্যুর পর আহত শাহজালালও মারা গেছেন। গতকাল সোমবার রাত ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

স্বজনেরা রাতেই তার লাশ নিয়ে গ্রামের বাড়ি শরীয়তপুরের দক্ষিণ তারাবনিয়ার জাফর আলী মালকান্দি গ্রামে রওনা দেন। আজ সকাল সাড়ে ১০টার দিকে তার লাশ বাড়িতে পৌঁছায়।

এর আগে গত বৃহস্পতিবার রাতে কেরানীগঞ্জের কালীগঞ্জ থেকে নৌকায় করে নদী পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। এ সময় লঞ্চের পাখার আঘাতে শাহজালাল মিয়া (৩৫) নামে ওই ব্যক্তির দুই পা বিচ্ছিন্ন হয়ে যায়। পরে তাকে উদ্ধার করে পঙ্গু হাসপাতালে পাঠানো হয়।

এ ছাড়া একই পরিবারের ছয়জন নিখোঁজ হন। পরে অভিযান চালিয়ে নদী থেকে তাদের তাদের প্রত্যেকের লাশ উদ্ধার করা হয়।

অন্য নিহতরা হলেন-শাহজালালের স্ত্রী শাহিদা বেগম (৩২), মেয়ে মিম (৮) এবং মাহী (৬)। এ ছাড়া শাহজালালের ভাগনি জামশেদা বেগম (২০), ভাগ্নিজামাই দেলোয়ার হোসেন (২৮) ও তাদের তিন মাসের মেয়ে স্নেহা।

আজকের খুলনা
আজকের খুলনা