• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

আজকের খুলনা

১২ কেজি স্বর্ণ পাচারে জড়িত বিমানকর্মীরা!

আজকের খুলনা

প্রকাশিত: ১১ মার্চ ২০১৯  

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজ থেকে বিপুল পরিমাণ স্বর্ণের চালান জব্দ করা হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে এসব স্বর্ণ জব্দ করা হয়।

ঢাকা কাস্টম হাউসের কমিশনার আব্দুল মালেক বলেন, জব্দ করা স্বর্ণের পরিমাণ ১২ কেজি ৪০০ গ্রাম। এর মূল্য প্রায় ছয় কোটি টাকা। তিনি বলেন, একটি গোয়েন্দা সংস্থার কাছ থেকে তথ্য পেয়ে সোমবার সকালে বাংলাদেশ বিমানের একটি বোয়িং উড়োজাহাজে তল্লাশি করা হয়। বিজি-১২৮ অরুণ আলো উড়োজাহাজটি আবুধাবি থেকে চট্টগ্রাম হয়ে ঢাকায় আসে সোমবার সকাল ৯টা ২০ মিনিটে। উড়োজাহাজটি যখন ঢাকায় অবতরণ করে, সে সময় বিমানবন্দরে ‘বি’ শিফটের কাজ চলছিল।

ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার মোহাম্মদ জাকারিয়া সমকালকে বলেন, বিমানের পেছনের দিকে টয়লেটের আয়নার পেছনে একটি লুকিং গ্লাস ছিল। লুকিং গ্লাসের লকের নিচে টিস্যুর বক্সের বাম পাশে একটি বক্স ছিল। বক্সটি স্ক্র দিয়ে আটকানো। স্ক্র খুলে বক্সের ভেতর থেকে কাপড়ে মোড়ানো সাতটি প্যাকেট উদ্ধার করা হয়। প্যাকেটের ভেতর থেকে ১২০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

এসব স্বর্ণ পাচারের সঙ্গে জড়িত অভিযোগে কাউকে আটক করা যায়নি। তদন্তের স্বার্থে বিমানটি জব্দ করে বাংলাদেশ এয়ার লাইন্স কর্তৃপক্ষের জিম্মায় রাখা হয়েছে। 

কাস্টম কর্তৃপক্ষের ধারণা, বিমানের কর্মীদের সহায়তা ছাড়া এসব স্বর্ণ উড়োজাহাজের ভেতরে স্ক্র লাগানো বক্সের ভেতরে রাখা সম্ভব নয়। বিমানটি হ্যাঙ্গারে নিয়ে সোনার চালান বিমানবন্দরের বাইরে ক্লিনারের মাধ্যমে পাচার করা হতো বলে ধারণা করা হচ্ছে। বিমানের এমন স্পর্শকাতর জায়গায় অন্য কারও পক্ষ যাওয়া সম্ভব নয়। 

আজকের খুলনা
আজকের খুলনা