• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

আজকের খুলনা

ইন্টারনেটে একটিও আপত্তিকর সাইট থাকবে না : মোস্তাফা জব্বার

আজকের খুলনা

প্রকাশিত: ১১ মার্চ ২০১৯  

আগামী ৬ মাসের মধ্যে ইন্টারনেটে একটিও আপত্তিকর সাইট থাকবে না বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার। আজ সকালে নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয় (বালক) মাঠে আয়োজিত ই-লার্নিং মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মোস্তাফা জব্বার বলেন, ‘ইন্টারনেট হচ্ছে জ্ঞানের উৎস। তবে ইন্টারনেটে কিছু খারাপ দিক আছে। আমরা ইন্টারনেট থেকে সেটুকু নেব যা আমাদের জন্য ভালো।’

ইন্টারনেটকে নিরাপদ করা হবে জানিয়ে তিনি আরও বলেন, ‘গত দুই সপ্তাহে ২০ হাজারের বেশি আপত্তিকর সাইট বন্ধ করা হয়েছে। অভিভাবকরা যারা ছেলে-মেয়েদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত তাদের বলতে চাই আগামী ছয় মাসে এমন ব্যবস্থা করবো যাতে কেউ চাইলেও আপত্তিকর সাইটে যেতে পারবে না। সবগুলো সাইট বন্ধ করে দেওয়া হবে।’

ডিজিটালাইজেশনের যুগে নিজেকে টিকিয়ে রাখতে হলে পাঠ্যবইয়ের বাইরে জ্ঞান অর্জন করতে হবে বলেও মনে করেন মন্ত্রী।

আজকের খুলনা
আজকের খুলনা