• মঙ্গলবার ১৪ মে ২০২৪ ||

  • বৈশাখ ৩১ ১৪৩১

  • || ০৫ জ্বিলকদ ১৪৪৫

আজকের খুলনা

পদোন্নতি হচ্ছে ১২৫ সহকারী জজের

আজকের খুলনা

প্রকাশিত: ২২ নভেম্বর ২০১৮  

১২৫ জন সহকারী জজ পদমর্যাদার বিচার বিভাগীয় কর্মকর্তাকে সিনিয়র সহকারী জজ পদে পদোন্নতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন। বৃহস্পতিবার (২২ নভেম্বর) বিকালে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের সভাপতিত্বে আয়োজিত ফুলকোর্ট সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
সভাশেষে গৃহীত সিদ্ধান্তগুলো সম্পর্কে সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার ব্যারিস্টার মো. সাইফুর রহমান  জানান, আজকের ফুলকোর্ট সভায় জেলা জজ, অতিরিক্ত জেলা জজ ও যুগ্ম জেলা জজ পদে পদোন্নতির শর্ত শিথিলের বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। পাশাপাশি ১২৫ জন সহকারী জজ পদমর্যাদার বিচার বিভাগীয় কর্মকর্তাকে সিনিয়র সহকারী জজ পদে পদোন্নতির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।
এছাড়াও পাঁচজন বিচার বিভাগীয় কর্মকর্তার বিরুদ্ধে চলমান বিভাগীয় মামলা নিষ্পত্তির বিষয়ে ফুলকোর্ট সভায় সিদ্ধান্ত গৃহীত হয় বলেও তিনি জানান।
প্রসঙ্গত, মূলত ফুলকোর্ট সভায় বিচার বিভাগীয় বিভিন্ন এজেন্ডা নিয়ে আলোচনা করা হয়। বিচার বিভাগের কর্মকর্তাদের পদোন্নতি, বদলিসহ প্রশাসনিক কার্যক্রম কীভাবে পরিচালিত হবে তা নিয়েও ফুলকোর্ট সভায় আলোচনা হয়ে থাকে।

আজকের খুলনা
আজকের খুলনা