• বুধবার ১৫ মে ২০২৪ ||

  • বৈশাখ ৩১ ১৪৩১

  • || ০৬ জ্বিলকদ ১৪৪৫

আজকের খুলনা

সকল সরকারী নিয়োগ স্থগিতের নির্দেশ দিয়ে পিএসসির নামে জাল চিঠি !

আজকের খুলনা

প্রকাশিত: ২২ নভেম্বর ২০১৮  

সরকারি কর্ম কমিশনের (পিএসসি) নামে ভুয়া ও জাল চিঠি ইস্যু করা হয়েছে। ওই চিঠিতে সরকারি সকল শূন্য পদের নিয়োগ স্থগিত রাখার কথা বলা হয়েছে। নির্বাচন উপলক্ষে ষড়যন্ত্রমূলকভাবে নিয়োগ স্থগিত রাখা সংক্রান্ত জাল এই চিঠি ইস্যু করেছে সরকারবিরোধী এক সংঘবদ্ধ চক্র। পিএসসি সূত্র ইত্তেফাককে এ তথ্য নিশ্চিত করেছে।

পিএসসির উপ-সচিব সুব্রত কুমার দে স্বাক্ষরিত জাল চিঠিতে উল্লেখ করা হয়েছে, 'সকল মন্ত্রণালয়, অধিদপ্তরের অধীন শূন্য পদে নিয়োগপ্রাপ্তদের নির্বাচনের তফসিল ঘোষণার কারণে স্থগিত করা হয়েছে। মন্ত্রণালয় ও অধিদপ্তর কর্তৃক প্রেরিত প্রস্তাবটি কমিশন সমীপে উপস্থাপন করা হলে, প্রাপ্ত কাগজপত্র ও তথ্যাবলীর ভিত্তিতে সকল বিভাগের নিয়োগ স্থগিত করা হলো। উক্ত নিয়োগ আদেশ পুনরায় আগামী ৩ ডিসেম্বর থেকে নিয়োগ দেয়ার জন্য বলা হয়।' পিএসসি বলছে, প্রকৃতপক্ষে কমিশন এ ধরণের কোনো চিঠি ইস্যু করেনি। কিন্তু একটি চক্র পিএসসির নাম ব্যবহার করে ষড়যন্ত্রমূলকভাবে এই ভুয়া চিঠি ইস্যু করেছে। সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আজকের খুলনা
আজকের খুলনা