• মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৭ ১৪৩১

  • || ২০ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

ঝড়বৃষ্টির মধ্যে তাপমাত্রা বৃদ্ধি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

আজকের খুলনা

প্রকাশিত: ২০ এপ্রিল ২০২১  

দেশের কয়েক বিভাগে ঝড়বৃষ্টির পাশাপাশি সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। 

সোমবার রাতে আবহাওয়া অধিদফতর জানায়, আগামী পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসেও তাপমাত্রা বৃদ্ধির কথা বলা হয়েছে।

এছাড়া টাঙ্গাইল ও কিশোরগঞ্জ জেলাসহ ময়মনসিংহ, সিলেট, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় আগামী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে দমকা অথবা  ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অফিস আরো জানায়, দেশের অন্যান্য স্থানে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। পটুয়াখালী অঞ্চলসহ ঢাকা, রাজশাহী এবং খুলনা বিভাগের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু থেকে মাঝারি দাবদাহ অব্যাহত থাকতে পারে।

এদিকে একদিনের ব্যবধানে দেশের কোথাও কোথাও তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বেড়েছে। এতে দেশের একাধিক অঞ্চলে শুরু হয়েছে দাবদাহ। 

তথ্য বিশ্লেষণে গেছে, সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা যশোরে ৪০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

আজকের খুলনা
আজকের খুলনা