• মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৭ ১৪৩১

  • || ২০ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

চাঁদপুরে ২ স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

আজকের খুলনা

প্রকাশিত: ৪ এপ্রিল ২০২০  

চাঁদপুরের মেঘনায় রাতের অন্ধকারে জাটকা ও ইলিশ পাচারকালে দু'টি স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষে ২ জনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়নের জাহাজমারা গ্রামের বাদশা দেওয়ানের ছেলে আলআমিন (২২), অপরজন একই এলাকার মৃত খালেক হাওলাদের ছেলে আল-আমিন (২৮)।

 মেঘনা নদীর কাচিকাটা এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। এদের মধ্যে আলআমিন (২২)-এর লাশ পাওয়া গেলও আরেক জনের লাশ নিখোঁজ রয়েছে। খবর পেয়ে চাঁদপুর মডেল থানা পুলিশ নিহত আলআমিনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে থানায় নিয়ে আসে।

এলাকা সূত্রে জানা যায়, রাজরাজেশ্বর জাহাজমারা এলাকার দু'টি মাছ ঘাটের জেলেদের আহরণকৃত বিপুল পরিমানে জাটকা ও ইলিশ পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। এসময় মাছ বহনকারী স্পিডবোটটি মাওয়া যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষ হলে আরেহীরা ছিটকে নদীতে পড়ে যায়। 

এ বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান হাজী হযরত আলী বেপারী জানান, শরীয়তপুরের কাচিকাটা নৌ-সীমানায় দু'টি স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত হয়েছে। একজনের লাশ পাওয়া গেলেও অপরজন নিখোঁজ হয়েছে। নিহত এবং নিখোঁজরা আমার ইউনিয়নের জাহাজমারা গ্রামের বাসিন্দা।

চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোঃ জাহেদ পারভেজ চৌধুরী জানান, বিষয়টি আমরা জেনেছি। ইতিমধ্যে আমাদের পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে,  মৃতদেহ উদ্ধার করে সদর মডেল থানায় নিয়ে আসে।

 

আজকের খুলনা
আজকের খুলনা