• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

আজকের খুলনা

ইভিএমে সহজে ভোট দিচ্ছেন ভোটাররা

আজকের খুলনা

প্রকাশিত: ১ ফেব্রুয়ারি ২০২০  

এবারই প্রথম বিভক্ত ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে একযোগে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ চলছে। ইভিএমে ভোটগ্রহণ নিয়ে নানান আলোচনা-সমালোচনা থাকলেও ভোটগ্রহণের প্রথম প্রহর থেকে স্বাচ্ছন্দ্যে ভোট দিচ্ছেন ভোটাররা। শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল ৮টায় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়, চলবে বিকেল ৪টা পর্যন্ত।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের বাড্ডা এলাকার ২১ নম্বর ওয়ার্ডের ভোটার মালতী রানী দাস জানান, খুব সহজে মাত্র ১ মিনিটের মধ্যে তিনি ভোট দিতে পেরেছেন। ইভিএমে ভোটগ্রহণ পক্রিয়া তুলনামূলক সহজ বলেও জানান তিনি।

৩৮ নম্বর ওয়ার্ডের ভোটার আবুল কালাম জানান, প্রথমে ইভিএম ভোট দেওয়ার বিষয়টি বুঝতে একটু সমস্যা হয়েছে তার। তবে কর্তব্যরত নির্বাচনী কর্মকর্তারা বুঝিয়ে দেওয়ার পর সহজেই ভোট দিতে পেরেছেন তিনি।

 ভোটকেন্দ্রে বুথে ভিতরে এক ভোটার |

দিনের শুরুর সময়ের ভোটগ্রহ প্রসঙ্গে ২১ নম্বর ওয়ার্ডের ৭১৮ নম্বর ভোটকেন্দ্রের প্রিজাইডিং অফিসার মঞ্জুরল ইসলাম বার্তা২৪.কমকে বলেন, ইভিএমে ভোটাররা সহজেই ভোট দিতে পারছেন। ভোটগ্রহণ এখন পর্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে চলছে। তবে ভোটার উপস্থিতি কিছুটা কম, বেলা বাড়ার সঙ্গে ভোটার বাড়বে।

অন্যদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বাসাবো বালিকা উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রের ভোটার ফারাবি বলেন, ইভিএমে ভোট দেওয়া ইজি। মার্কা চিনলেই ভোট দেওয়া যাচ্ছে। ভোট দেওয়ার জন্য পড়ালেখা জানতে হয় না। চিহ্ন দেখে টিক দিতে পারলেই হয়।

ফারাবির মতো একই কথা বলেন ভোটার আনিসুল হক। তিনি বলেন, ইভিএমে ভোট দেওয়া খুবই সহজ। আমি দ্রুত ভোট দিয়ে দিয়েছি। সিরিয়াল নম্বর দিলে, মেশিনের সামনে আঙুল দিলেই প্রথমে মেয়র ভোটের অপশন আসে। তখন মেয়রের প্রতীক দেখে সবুজ বাটনে চাপ দিলেই আপনাকে বলবে ভোট কনর্ফাম। এভাবে তিনটি মেশিনে তিনটি ভোট দিতে হয়। সব মিলে এক মিনিটের ব্যাপার।

বাসাবো বালিকা উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে দেখা যায়, কেন্দ্রের বাইরে লাইনে দাঁড়িয়ে রয়েছেন শতাধিক ভোটার। তারা একে একে ভোটকক্ষে ঢুকছেন আর অল্প সময় ব্যবধানেই ফিরে আসছেন। যারা ভোট দিতে যাচ্ছেন পোলিং এজেন্টরাও তাদের সহযোগিতা করছেন।

বালিকা উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রের প্রিজাইডিং অফিসার ইমতিয়াজ উদ্দিন বার্তা২৪.কমকে বলেন, সব দলের এজেন্ট ভোটকেন্দ্রে আছেন। ইভিএম পদ্ধতির ভোট খুব সুন্দর! ভোটারা খুব সহজে ভালোভাবে ভোট দিতে পারছেন।

আজকের খুলনা
আজকের খুলনা