• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

আজকের খুলনা

বিদায় ২০১৯, স্বাগত ২০২০

আজকের খুলনা

প্রকাশিত: ১ জানুয়ারি ২০২০  

ঘরের দেয়ালে টাঙানো, অফিসের ডেস্কে রাখা ইংরেজি বর্ষপঞ্জিটি পুরোনো হয়ে গেল। অথচ বছরের শুরুতে কী যত্নেই-না সেঁটে দেয়া হয়েছিল দেয়ালে, রাখা হয়েছিল টেবিলে। সরিয়ে নেয়ার আগে একবার ভাবা হলো সে কথা ! কী মনোরম দৃশ্য আঁকা, শিল্পীর তুলিতে! ওকেও জায়গা ছেড়ে দিতে হলো। নতুন এসে গেছে। নতুনকে জায়গা দিতে হবে। পেছনে তাকানোর সময় কি আর আছে?

`যেতে নাহি দেব হায়, তবু যেতে দিতে হয়।’ বিদায় দিতে না চাইলেও কবিতার পঙক্তির মতো বিদায় নিল আরও একটি বছর। নতুন বছরের প্রথম সূর্যে যাত্রা শুরু নতুন দিনের। পুরনো গ্লানিকে বিদায় জানিয়ে নতুন বছর বরণে বিশ্বজুড়ে ছিল নানা আয়োজন। নিজেদের মতো করে ২০২০ সালকে স্বাগত জানিয়েছে বাঙালিও।থার্টিফাস্ট শেষেই শুরু হয় নতুন ভোরের। আনন্দ আর শান্তির বার্তা নিয়ে কুয়াশা ভেদ করে পূর্ব আকাশে সূর্যের আগমণ। উঁকি দিয়ে সূর্য জানান দেয় ইংরেজি নববর্ষের প্রথম প্রহরের।

নববর্ষের প্রথম সূর্যকে নিয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন- 

প্রথম দিনের সূর্য
প্রশ্ন করেছিল
সত্তার নতুন
আবির্ভাবে
কে তুমি?
মেলেনি উত্তর।

বৎসর বৎসর চলে গেলো।
দিবসের শেষ সূর্য
শেষ প্রশ্ন উচ্চারিল
পশ্চিম সাগরতীরে
নিস্তব্ধ সন্ধ্যায়
কে তুমি?
পেলো না উত্তর।

আজকের খুলনা
আজকের খুলনা