• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

আজকের খুলনা

পররাষ্ট্রসচিব হলেন মাসুদ বিন মোমেন

আজকের খুলনা

প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০১৯  

পররাষ্ট্রসচিব হলেন মাসুদ বিন মোমেন। তিনি এম শহীদুল হকের স্থলাভিষিক্ত হয়েছেন। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের মহাপরিচালক (প্রশাসন) সালাহউদ্দিন নোমান চৌধুরী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘এই মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়েছে যে, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত মাসুদ বিন মোমেন পররাষ্ট্রসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।’

মাসুদ বিন মোমেন পররাষ্ট্র ক্যাডারের ১৯৮৫ ব্যাচের কর্মকর্তা। তিনি কূটনৈতিক ক্যারিয়ারে নিউইয়র্ক, ইসলামাবাদ, নয়াদিল্লি এবং কাঠমাণ্ডু মিশনে সক্ষমতার সঙ্গে কাজ করেন।

পররাষ্ট্রসচিব হওয়ার আগে তিনি ইতালি ও জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত এবং জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি হিসাবেও দায়িত্ব পালন করেন।

মাসুদ বিন মোমেন আমেরিকার বোস্টনের টুফ্টস বিশ্ববিদ্যালয়, ফ্ল্যাচার স্কুল অফ ল অ্যান্ড ডিপ্লোম্যাসি থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে এমএ ডিগ্রি অর্জন করেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে অনার্স এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

আজকের খুলনা
আজকের খুলনা