• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

আজকের খুলনা

ময়মনসিংহে ট্রাক-ট্রেন সংঘর্ষ, আহত ৯

আজকের খুলনা

প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০১৯  

ময়মনসিংহ নগরীর খাগডহর ঘুন্টি রেল ক্রসিংয়ে ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

সোমবার (৩০ ডিসেম্বর) ভোড় সাড়ে পাঁচটার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। এসময় পাশে থাকা আরেকটি বাসও ক্ষতিগ্রস্ত হয়। এরফলে ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কে কিছুক্ষণের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সদস্যরা গিয়ে দুর্ঘটনাকবলিত ট্রাকটি রেললাইনের ওপর থেকে সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

ময়মনসিংহ স্টেশন সুপার জহুরুল ইসলাম জানান, “দেওয়ানগঞ্জ হতে ছেড়ে আসা ঢাকাগামী ভাওয়াল এক্সপ্রেস নামক মেইল ট্রেনটি ময়মনসিংহে প্রবেশের সময় এই দুর্ঘটনাটি ঘটে। এতে ট্রেনের চালক এবং সহকারী চালকসহ মোট ৯জন আহত হন।” পরে তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ঘটনার পর প্রায় দুইঘণ্টা ঢাকা ও ময়মনসিংহের সাথে জামালপুরের ট্রেন যোগাযোগ বন্ধ ছিল। ব্রহ্মপুত্র এক্সপ্রেস ও ময়মনসিংহ এক্সপ্রেসসহ অন্যান্য লোকাল ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়েছিল।

জামালপুর রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা তাপস পণ্ডিত বলেন, “দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং জিজ্ঞাসাবাদের জন্য গেটম্যানকে আটক করা হয়েছে।”

আজকের খুলনা
আজকের খুলনা