• বুধবার ০৮ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৪ ১৪৩১

  • || ২৮ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

প্রবাসী ভোটারদের নিবন্ধন কার্যক্রম শুরু আগামীকাল

আজকের খুলনা

প্রকাশিত: ৪ নভেম্বর ২০১৯  

প্রবাসী ভোটারদের নিবন্ধন কার্যক্রম শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। আগামীকাল ভিডিও কনফারেন্সের মাধ্যমে নিবন্ধন কার্যক্রম উদ্বোধন করা হবে।

আজ সোমবার নির্বাচন কমিশন সচিবালয় সূত্র থেকে জানায়,আগামীকাল মঙ্গলবার দুপুর ২টায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা এ কার্যক্রমের উদ্বোধন করবেন।

ইসি সূত্রে আরো জানা গেছে, প্রবাসী বাংলাদেশিরা নির্দিষ্ট ওয়েবসাইটে একটি সফটওয়্যারের মাধ্যমে নিবন্ধিত হবেন। নিবন্ধিতদের তথ্য কেন্দ্রীয়ভাবে যাচাই করবে ইসি। এরপর যাদের যোগ্য ও সঠিক মনে হবে, তাদের ছবি তোলাসহ ফিঙ্গার প্রিন্ট ও চোখের আইরিশের ছবি নেয়া হবে।

প্রবাসীদের ফরম পূরণের ক্ষেত্রে যেসব তথ্য দিতে হবে সেগুলো হলো- ইংরেজি ও বাংলায় পিতা ও মাতার নাম, যে দেশে বাস করছেন তার নাম, জিপ কোড, বাসা ও হোল্ডিং নম্বর, স্টেট বা প্রদেশ, ফোন নম্বর, শনাক্তকারী ব্যক্তির নাম প্রভৃতি। এছাড়া, পাসপোর্ট নম্বর উল্লেখ করতে হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্য নির্বাচন কমিশনার, সচিবসহ ইসির কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত থাকবেন।

আজকের খুলনা
আজকের খুলনা