• মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৭ ১৪৩১

  • || ২০ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

নারায়ণগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজন নিহত

আজকের খুলনা

প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০১৯  

নারায়ণগঞ্জে সোলার লাইট স্থাপন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজন নিহত ও অপর দুজন আহত হয়েছেন। আহতদেরকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আজ সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার আড়াইহাজার পৌরসভার বাঘানগর নামক স্থানে এ ঘটনা ঘটে।নিহতের নাম সুমন (২৫)। তিনি উপজেলার ফতেপুর ইউনিয়নের বাগাদী কান্দাপাড়া গ্রামের মৃত সাদু মিয়ার ছেলে।

নিহতের স্বজনরা জানান, ঘটনার সময় সুমন তার সহকর্মী ইব্রাহীম (২৬) ও সেলিমকে (২৫) নিয়ে বাঘানগর গ্রামের পাশে রাস্তায় সোলার লাইট স্থাপন করছিল। এ সময় উপরে থাকা বৈদ্যুতিক তারের সঙ্গে সোলার লাইটের স্পর্শ লাগলে তিনজনই গুরুতর আহত হয়। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার সুমনকে মৃত ঘোষণা করেন। অপর দুজনের অবস্থাও আশংকাজনক। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে।

ঘটনা নিশ্চিত করে উপজেলা নির্বাহী অফিসার মো. সোহাগ হোসেন বলেন, তাৎক্ষনিকভাবে নিহতের পরিবারকে ২০ হাজার টাকা দেয়া হয়েছে। তাছাড়াও সোলারের কোম্পানি সাইফ পাওয়ার টেকের সঙ্গে আলোচনা করে ক্ষতিপূরণ দেয়া হবে।

আজকের খুলনা
আজকের খুলনা