• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

আজকের খুলনা

ভবিষ্যতে সব মন্ত্রণালয়ের কাজ হবে ৪ ভবনে

আজকের খুলনা

প্রকাশিত: ২১ এপ্রিল ২০১৯  

দেশের জমির যাতে সর্বোচ্চ ব্যবহার হয় সেজন্য সকলের প্রতি আহবান জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম।

আজ পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় তিনি একথা বলেন।

মন্ত্রী বলেন, অপরিকল্পিতভাবে বিভিন্ন স্থাপনা তৈরির ফলে প্রতিনিয়ত দেশে আবাদিসহ অন্যান্য জমির পরিমাণ কমে আসছে। এজন্য বর্তমান সরকার পরিকল্পনা নিয়েছে প্রতিটি জেলা ও উপজেলায় একটি ভবনে সকল দপ্তরের প্রশাসনিক অফিস নিয়ে আসা।

এ কাজগুলো সম্পন্ন করতে সরকারের অর্থের কোন সমস্যা নাই জানিয়ে মন্ত্রী বলেন এজন্য স্থানীয় সকলের সহযোগিতার প্রয়োজন।

এছাড়া মন্ত্রী আরও বলেন, বর্তমানে ঢাকায় প্রায় ৪০টি ভবনে সকল মন্ত্রণালয়ের কাজ চলে। ভবিষ্যতে সকল মন্ত্রণালয়গুলোর কাজ ৪টি ভবনের মধ্যে নিয়ে আসা হবে।

জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে সকল দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে রমজানে বিভিন্ন পণ্যের বাজার দর নিয়ন্ত্রণে রাখার জন্য আয়োজিত সভায় অংশ নেন মন্ত্রী।

আজকের খুলনা
আজকের খুলনা