• সোমবার ২৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৬ ১৪৩১

  • || ১৯ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

সার্চ হিস্ট্রি গোপনে যা করবেন

আজকের খুলনা

প্রকাশিত: ৭ ডিসেম্বর ২০২৩  

অনলাইনে ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখা জরুরি। সার্চ আগ্রহে গুগলে কোনো কিছু খুঁজলে হিস্টোরি অংশে ব্রাউজার তা সংরক্ষণ করে রাখে। তাই জানা দরকার গুগল সার্চ হিস্ট্রি কীভাবে গোপন রাখতে হয়।

ব্রাউজে চাইলে প্রাইভেট উইন্ডো দিয়ে ব্রাউজ করা যায়। ফলে হিস্টোরি সংরক্ষিত থাকে না। ক্রোম ব্রাউজারের ক্ষেত্রে এটি ‘ইনকগনিটো মোড’ নামে পরিচিত। আগ্রহীরা মোড থেকে সার্চ করলে কোনো ব্রাউজিং হিস্ট্রি, কুকিজ, সাইট ডেটা দৃশ্যমান হয় না। তা ছাড়া যদি নরমাল ব্রাউজার ব্যবহার করা হয়, তাহলে ম্যানুয়ালি হিস্টোরি মুছে ফেলা যায়।

গুগলে কিছু সার্চ করলে ওই ডেটা মুছে ফেলতে চাইলে প্রথমে সেটিং, তার পর প্রাইভেসি এবং সবশেষে ক্লিয়ার ব্রাউজিং ডেটা থেকে ডিলিট বাটনে গিয়ে ক্লিক করলেই গুগলের সব সার্চ তথ্য মুছে যাবে।

আজকের খুলনা
আজকের খুলনা