• বুধবার ১৫ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ১ ১৪৩১

  • || ০৬ জ্বিলকদ ১৪৪৫

আজকের খুলনা

তুরস্কের কাছে এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রি বন্ধে মার্কিন সিনেটে বিল

আজকের খুলনা

প্রকাশিত: ২৯ মার্চ ২০১৯  

রাশিয়া থেকে তুরস্ক এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা ক্রয়ে উদ্বিগ্ন হয়ে দেশটির কাছে মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রি বন্ধে সিনেটে দ্বিদলীয় একটি বিল উত্থাপন করেছেন চার সিনেটর।

মার্কিন সিনেটরদের এ গ্রুপটি বৃহস্পতিবার এফ-৩৫ যুদ্ধবিমান হস্তান্তরের বিরোধিতা করে আইন প্রণয়ন করেছেন। এতে রাশিয়া থেকে এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা ক্রয়ে আঙ্কারার পরিকল্পনা সম্পর্কে উদ্বেগ প্রকাশ করা হয়।

 

মার্কিন সিনেটর জেমস ল্যাঙ্কফোর্ড এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, তুরস্ক ন্যাটোর জন্য গুরুত্বপূর্ণ। মার্কিন জাতীয় নিরাপত্তার সহযোগী এবং অংশীদার দেশ।

এস-৪০০ ব্যবস্থাগ্রহণে তুরস্কের পরিকল্পনা সম্পর্কে উদ্বেগ প্রকাশ করে ল্যাঙ্কফোর্ড বলেন, রাশিয়া ‘প্রতিটা সময়ে ন্যাটো ও মার্কিন স্বার্থকে হ্রাস করার চেষ্টা করছে’।

 

এদিকে সিনেটর জেন শাহীন বলেন, রাশিয়া যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান এবং ন্যাটোভুক্ত দেশগুলোর প্রযুক্তির মধ্যে ঢুকতে চেষ্টা করছে। তুরস্ক জাতীয় ও আন্তর্জাতিক নিরাপত্তার হুমকি।

আঙ্কারা ২০১৭ সালে রাশিয়া থেকে এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা ক্রয়ের সিদ্ধান্ত নেয়।

আঙ্কারা যুক্তরাষ্ট্র থেকে ১০০ এফ-৩৫ যুদ্ধবিমান ক্রয়ের পরিকল্পনা করেছিল।

তুরস্ক ২০০২ সালে প্রথম এফ-৩৫ যৌথ যুদ্ধবিমান প্রোগ্রামে যোগ দেয়, এতে সোয়া বিলিয়ন ডলারও বিনিয়োগ করেছিল। এদিকে এফ-৩৫ এর বিভিন্ন যন্ত্রপাতি তাদের গ্রাহকদের জন্য তৈরি করেছিল।

বিলটিতে মহাদেশীয় মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে স্থানান্তরিত ছাড়াও এফ-৩৫ এর ‘স্থানান্তর’ সংজ্ঞায়িত করা হয়। এতে বলা হয়, মার্কিন বাহিনী দ্বারা পরিচালিত জঙ্গিবিমানগুলো এতে প্রযোজ্য হবে না।

এদিকে দুটি এফ-৩৫ তুরস্ককে হস্তান্তর করেছে যুক্তরাষ্ট্র। অ্যারিজোনার লুক বিমানঘাঁটিতে তুরস্কের পাইলটদের প্রশিক্ষণ চলছে। এই বিমানগুলো নভেম্বরে স্থানান্তর করার নির্ধারিত সময় ছিল।

আজকের খুলনা
আজকের খুলনা