• মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৬ ১৪৩১

  • || ২০ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

ইরান-ইসরায়েল দ্বন্দ্ব: নতুন মোড় নিলো জ্বালানি তেলের দাম

আজকের খুলনা

প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২৪  

ইরান-ইসরায়েল ইস্যুতে আবারও উত্তাপ ছড়িয়েছে মধ্যপ্রাচ্যে। নতুন মোড় নিয়েছে জ্বালানি তেলের বিশ্ববাজার। হামলার পর প্রথম দিনের লেনেদেনেই আন্তর্জাতিক বাজারে কমেছে অপরিশোধিত তেলের দাম। এ বাজারের চলমান অনিশ্চয়তা কোন দিকে মোড় নেবে তার পুরোটাই ইসরায়েলের প্রতিক্রিয়ার ওপর নির্ভর করবে বলে জানায় বার্তাসংস্থা রয়টার্স।

শনিবার (১৩ এপ্রিল) স্থানীয় সময় রাতে ইসরায়েলে ইরানের নজিরবিহীন ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় আবার উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য। সিরিয়ায় ইরানি কনস্যুলেটে হামলার প্রতিশোধ নিতে কমপক্ষে তিন শতাধিক ড্রোন, ব্যালাস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এ হামলা চালানো হয়।
 
ইরান-ইসরায়েল উত্তেজনা বাড়ায় নতুন মোড় নিয়েছে জ্বালানি তেলের বিশ্ববাজার। হামলার পর আজ সোমবার (১৫ এপ্রিল) লেনেদেনে আন্তর্জাতিক বাজারে কমেছে অপরিশোধিত তেলের দাম। জুন মাসে সরবরাহ হতে যাওয়া ব্রেন্ট ক্রুডের দাম ২০ সেন্ট বা ০.২ শতাংশ কমে ব্যারেলপ্রতি দাম নেমেছে ৯০ ডলার ২৫ সেন্টে।

আর মে মাসে সরবরাহ হতে যাওয়া ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট, ডব্লিউটিআই ক্রুডের দাম ৩৩ সেন্ট বা ০.৪ শতাংশ কমে প্রতি ব্যারেল অবস্থান করছে ৮৫ ডলার ৩৩ সেন্টে।

এর আগে, ইরান ইসরায়েলের বিরুদ্ধে কী পদক্ষেপ নেবে, বিনিয়োগকারীদের সেই সংশয়ের ওপর ভিত্তি করে ঊর্ধ্বমুখী ছিল জ্বালানি তেলের বাজার। ফলে গত সপ্তাহে ব্রেন্ট ক্রুডের দাম বিগত ৬ মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উঠে যায়। সে সময়ে প্রতি ব্যারেলের দাম উঠে যায় ৯২ ডলার ১৮ সেন্টে।
 
ইউএস এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশনের তথ্য অনুসারে, ইরান বিশ্বের সপ্তম এবং ওপেকের ৪র্থ বৃহত্তম তেল উৎপাদক। দেশটি দৈনিক ৩ মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল উৎপাদন করে।

আজকের খুলনা
আজকের খুলনা