• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

আজকের খুলনা

পুলওয়ামা হামলার অন্যতম চক্রী ভারতীয় সেনার হাতে নিহত

আজকের খুলনা

প্রকাশিত: ১১ মার্চ ২০১৯  

গতকাল রবিবার প্রায় মধ্যরাত পর্যন্ত ভারতের অধিকৃত জম্মু-কাশ্মীরের ত্রালে চলেছে ভারতীয় সেনাদের সঙ্গে চলে জঙ্গিদের সংঘর্ষ। এই সংঘর্ষে তিন জইশ-ই-মোহম্মদ জঙ্গিকে নিহোট করেছে সেনাবাহিনী। জানা গেছে, সেই তিন জনের মধ্যে পুলওয়ামা হামলার অন্যতম চক্রী রয়েছে। এমনটাই দাবি করেছে ভারতীয় সেনাবাহিনী। মুদসির আহমেদ খান ওরফে মোহম্মদ ভাই নামে ওই জইশ জঙ্গি এলাকায় ইলেকট্রিশিয়ান হিসেবেই পরিচিত ছিলেন। 

গতকাল রবিবার সকালে গোপন সূত্রে খবর পেয়ে ত্রালের পিঙলিশ এলাকায় নাকাতল্লাশি শুরু করেছিল ভারতের সেনাবাহিনী। তল্লাশি চালানোর সময় জঙ্গিদের সঙ্গে গুলি বিনিময় শুরু হয়। তিন জঙ্গিকে নিহত করতে প্রায় মধ্যরাত গড়িয়ে যায়। সোমবার ভোর রাতে তিন জঙ্গির মৃত্যু হয়েছে বুঝতে পারে সেনা। তাদের দেহ বের করে এনে শনাক্তকরণ শুরু হয়। আর তাতেই বেরিয়ে আসে মুদসির আহমেদ খান নামে ২৩ বছর বয়সী ওই জইস জঙ্গির পরিচিতি। ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ারিং নিয়ে স্নাতক ওই যুবক এলাকায় মোহম্মদ ভাই নামেই পরিচিত ছিল। পুলওয়ামার বাসিন্দা ওই যুবকই সিআরপিএফ কনভয়ে হামলার গাড়ি এবং বিস্ফোরকের ব্যবস্থা করে দিয়েছিল।

পুলওয়ামার মির মহল্লার বাসিন্দা মুদসির আহমেদ খান জইশে যোগ দেয় ২০১৭ সালে। জঙ্গি সংগঠনের গুপ্ত কর্মী হিসেবেই কাজ করত সে। তারপরেই নূর মহম্মদ তান্ত্রেই ওরফে নূর ত্রালি নামে জৈশের এক সক্রিয় জঙ্গির সংস্পর্শে আসে সে। এই নূর ত্রালিই উপত্যকায় জঙ্গি সংগঠন গুলিকে সক্রিয় রাখতে সাহায্য করত। 

২০১৭ সালের ডিসেম্বরে ত্রালি এনকাউন্টারে মারা যাওয়ার পর ২০১৮ সালের জানুয়ারি থেকেই নিখোঁজ হয়ে গিয়েছিল খান। ১৪ জানুয়ারি থেকে তার আর কোনও হদিশ পাওয়া যাচ্ছিল না। পুলওয়ামায় আত্মঘাতী হামলাকারী ফিদায়েঁ জঙ্গি আদিল আহমেদ দারের সঙ্গে কিন্তু খানের তখনও যোগাযোগ ছিল। এবং হামলার আগের দিন পর্যন্ত যোগাযোগ রেখেছিল তারা। 

জানা গেছে, শুধু পুলওয়ামা হামলা নয় এর আগে ২০১৮ সালের ফেব্রুয়ারিতে সুঞ্জওয়ান সেনা ক্যাম্পে হামলা চালানোর নেপথ্যেও রয়েছে এই খান ওরফে মোহম্মদ ভাই। সেই হামলায় ছয় সেনা এবং এক সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছিল। সে বছরই জানুয়ারিতে লেথাপোরা সিআরপিএফ ক্যাম্পের হামলার নেপথ্যেও ছিল খান। তারপর থেকেই গোয়েন্দারা খানের গতিবিধি নজরে রাখতে শুরু করে। পুলওয়ামা হামলার পরেই ২৭ ফেব্রুয়ারি তাই সবার আগে খানের বাড়িতেই তল্লাশি অভিযান চালিয়েছিল সেনাবাহিনী। 

আজকের খুলনা
আজকের খুলনা