• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

আজকের খুলনা

বোয়িং ৭৩৭ বিমানের সকল ফ্লাইট স্থগিত করল চীন

আজকের খুলনা

প্রকাশিত: ১১ মার্চ ২০১৯  

ইথিওপিয়া এবং ইন্দোনেশিয়ায় বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় বোয়িং ৭৩৭ এর সকল ফ্লাইট স্থগিত করেছে চীন। চীনের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের বরাত দিয়ে এমনটি জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

একটি বিবৃতিতে চীনের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানায়, দুটি দুর্ঘটনাই নতুন আনা বোয়িং-৭৩৭-৮ বিমানের মাধ্যমে হয়েছে এবং টেক অফ করার সময় দুর্ঘটনাগুলো ঘটেছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ আরো জানিয়েছে যে তারা বোয়িং ৭৩৭ বিমান নিয়ে মার্কিন ফেডারেল বিমান কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করবে।

প্রসঙ্গত, চীন যুক্তরাষ্ট্রের তৈরি বোয়িং ৭৩৭ বিমানের অন্যতম ক্রেতা। জানা যায়, চীন যুক্তরাষ্ট্রের কাছ থেকে এখন পর্যন্ত ৭৬ টি বোয়িং বিমান কিনেছে এবং আরো ১০৪ টি বিমান অর্ডার করেছে।

উল্লেখ্য, গত রোববার ইথিওপিয়ায় বোয়িং ৭৩৭ বিমান বিধ্বস্ত হয়ে ১৫৭ জন নিহত হন। এর আগে গত বছরের অক্টোবরে ইন্দোনেশিয়ায় একই মডেলের বিমান বিধ্বস্ত হয়ে ১৮৯ জন নিহত হন । 

আজকের খুলনা
আজকের খুলনা