• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

আজকের খুলনা

কিম জং উনের ভাইয়ের সন্দেহভাজন হত্যাকারীর মুক্তি

আজকের খুলনা

প্রকাশিত: ১১ মার্চ ২০১৯  

উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনের সৎ ভাই কিম জং-নামের হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত ইন্দোনেশিয়ান নারী সিতি আইসিয়াহ বেকসুর খালাস দিয়েছেন মালয়েশিয়ার একটি আদালত। সেই সঙ্গে তার বিরুদ্ধে হত্যার অভিযোগটিও খারিজ করা দেয়া হয়েছে। তবে এ মামলার আরেক অভিযুক্ত ভিয়তেনামের নাগরিক দোয়ান থাই হুয়ংকে মুক্তি না পাওয়ায় জেলেই থাকতে হচ্ছে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, কোন রকম যুক্তি না দিয়েই আদালত সোমবার আকস্মিকভাবে বেকসুর খালাসের রায় দেন। সিতির আইনজীবী গুই সুন সেং বলেন, মুক্তি দেয়ায় সে খুব খুশি। গত ২ বছর ধরে যে বন্দী রয়েছে অবশ্যই এমন ঘটনায় সে কাঁদবে। সেটি আনন্দ অশ্রু ।

২০১৭ সালে ১৩ ফেব্রুয়ারি উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনের সৎ ভাই কিম জং নামকে কুয়ালালামপুর বিমানবন্দরে ভিএক্স নামক রাসায়নিক বিষ প্রয়োগ করে হত্যার অভিযোগ ওঠে সিতি আইসিয়াহ বিরুদ্ধে। তবে তাকে হত্যার জন্য নয়, একটি রিয়্যালিটি শোয়ের কৌতুকের অংশ হিসেবে কিম জং নামের মুখে ‘বেবি অয়েল’ ঘষে দিয়েছিলেন বলে দাবি করেছিলেন সিতি আইসিয়াহ । ভিএক্স একটি মারাত্বক রাসায়নিক বিষ যেটি রাসায়নিক অস্ত্র হিসেবে তৈরি করা হয়েছিল। 

আজকের খুলনা
আজকের খুলনা