• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

আজকের খুলনা

ডাচ নাগরিকত্ব নেয়ার চিন্তা করছেন শামিমা

আজকের খুলনা

প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০১৯  

মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি গোষ্ঠী আইএসে যোগ দেয়ার জন্য ব্রিটেন ছেড়ে সিরিয়ায় গমন করা ব্রিটিশ নাগরিক শামিমা বেগম ডাচ নাগরিকত্বের জন্য আবেদন করার চিন্তা ভাবনা করছেন বলে জানিয়েছেন।  

বুধবার আইটিভি নিউজের কাছে তিনি এই তথ্য প্রকাশ করেন।  ব্রিটিশ কর্তৃপক্ষ তার নাগরিকত্ব বাতিলের আদেশ দেয়ার খবর শুনার পর তিনি এই কথা বলেন।

তার ব্রিটিশ নাগরিকত্ব বাতিল হতে যাচ্ছে জানার পর শামিমা বলেন, ‘আমি জানি না কি বলতে হবে।  আমি এতে খুব একটা আঘাত পাইনি তবে কিছুটা আহত হয়েছি।  এটা কিছুটা বিপর্যস্ত এবং হতাশ হওয়ার মত খবর।  আমার মনে হচ্ছে এতে আমার সন্তান এবং আমার প্রতি অবিচার করা হচ্ছে। ’

আইএস বধূ হিসেবে আন্তর্জাতিক গণমাধ্যমের কাছে ব্যাপক পরিচিত ১৯ বছর বয়সি এই তরুণী বলেন, ‘আমি শুনতে পেয়েছি অন্যান্য আইএস সদস্যদের ব্রিটেনে ফেরত পাঠানো হচ্ছে। তাহলে আমার ক্ষেত্রে কেন ভিন্ন কিছু হচ্ছে?’

তিনি জানান, শরণার্থী শিবির থেকে তার পরিবারের সঙ্গে কথা বলার পর তার মনে হয়েছিল তিনি সহজেই ব্রিটেনে প্রবেশ করতে পারবেন। কিন্তু এখন তার হৃদয় ভেঙ্গে যাচ্ছে।

অবশ্য কিছুক্ষণ পরে শামিমা জানান, তার কাছে অন্য বিকল্পও আছে। তিনি ডাচ নাগরিকত্বের জন্য আবেদন করতে পারেন।  তার স্বামী হল্যান্ডের। সেখানে স্বামীর আত্মীয়-স্বজন এবং পরিবারও রয়েছে।  তাকে(স্বামী) যদি হল্যান্ডের কারাগারে পাঠানো হয়। তাহলে তিনি স্বামীর জন্য অপেক্ষা করবেন।  

উল্লেখ্য, ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী সাজিদ জাভিদ মঙ্গলবার শামিমার পরিবারের কাছে পাঠানো এক চিঠিতে লিখেন, তিনি তার(শামিমা) নাগরিকত্ব বাতিলের আদেশ দিয়েছেন।  

শামিমা বেগম যদিও বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক। কিন্তু তিনি কখনো বাংলাদেশে আসেননি এবং তার কাছে বাংলাদেশের কোন পাসপোর্টও নেই।

লন্ডনের বেথনাল গ্রিন একাডেমির ছাত্রী শামিমা বেগম আরো দুইজন শিক্ষার্থীর সঙ্গে ২০১৫ সালে আইএসে যোগ দেয়ার জন্য ব্রিটেন ত্যাগ করে সিরিয়া গিয়েছিলেন।  সন্তানকে সুস্থ্য রাখার আশায় সম্প্রতি তিনি ব্রিটেনে ফিরতে আগ্রহী বলে জানিয়েছিলেন।  

আজকের খুলনা
আজকের খুলনা