• মঙ্গলবার ০৭ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৪ ১৪৩১

  • || ২৭ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

করোনায় সোমালিয়ার সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যু

আজকের খুলনা

প্রকাশিত: ১ এপ্রিল ২০২০  

করোনাভাইর সংক্রমিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে পূর্ব আফ্রিকার দেশ সোমালিয়ার সাবেক প্রধানমন্ত্রী নূর হাসান হুসেইন মারা গেছেন। তার পরিবারের বরাতে বিবিসির বুধবারের প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হচ্ছে, সম্প্রতি করোনাভাইরাস পজিটিভ হিসেবে নূর হাসান হুসেইনকে শনাক্ত করা হয়। তারপর থেকে তিনি লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানেই তার মৃত্যু হয়েছে।

আলজাজিরার প্রতিবেদন অনুযায়ী, সোমালিয়ার সাবেক এই প্রধানমন্ত্রীর বয়স হয়েছিল ৮৩ বছর। ২০০৭ সালের নভেম্বর থেকে ২০০৯ সালের ফেব্রুয়ারি পর্যন্ত নূর হাসান দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তার জন্ম দেশটির রাজধানী মোগাদিসুতে।

সোমালিয়ায় এখন পর্যন্ত ৫ জনের দেহে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়েছে। আক্রান্তদের মধ্যে একজন ইতোমধ্যে সুস্থ হয়েছেন। এছাড়া বাকি চারজনের চিকিৎসা চলছে।

এদিকে বিশ্বজুড়ে মহামারি করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা এখন ৮ লাখ ৭৬ হাজার ছাড়িয়ে গেছে। আক্রান্তদের মধ্যে ৪৩ হাজার ৫২২ জন মারা গেছেন। তবে সুস্থ হয়েছেন প্রায় ১ লাখ ৮৫ হাজার কোভিড-১৯ রোগী।

আজকের খুলনা
আজকের খুলনা