• মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৭ ১৪৩১

  • || ২০ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

স্টেডিয়ামকে অস্থায়ী হাসপাতাল করল যুক্তরাজ্য

আজকের খুলনা

প্রকাশিত: ২৯ মার্চ ২০২০  

করোনাভাইরাসকে গুরুত্ব দিয়ে লন্ডনের অলিম্পিক ২০১২ একটি স্টেডিয়াম অস্থায়ী হাসপাতাল হিসেবে ব্যবহার করা হবে। এই ভেন্যুর ধারনক্ষমতা ৬ হাজার। ২০১২ লন্ডন অলিম্পিকের আসরে এ স্টেডিয়ামে বক্সিং, ফেনসিং, জুডো, তাইকোয়ান্দো, টেবিল টেনিস ও ভারোত্তোলনের ইভেন্টস গুলো অনুষ্ঠিত হয়েছিল। করোনাভাইরাসের প্রভাবে যুক্তরাজ্য জুড়ে আতঙ্ক বিরাজ করছে। এমন পরিস্থিতিতে এক সপ্তাহ ধরে লকডাউন অবস্থায় রয়েছে দেশটি।

যেখানে প্রধানমন্ত্রী বরিস জনসন নাগরিকদের ঘরে থাকার আহ্বান জানান। পাশাপাশি খাদ্য ও ওষুধের দোকান ছাড়া সবধরনের দোকান বন্ধ রাখার নির্দেশ দেন তিনি। এদিকে বরিস জনসন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। যুক্তরাজ্যে এ পর্যন্ত ১৭ হাজারেরও বেশি মানুষ নভেল করোনায় আক্রান্ত। যেখানে প্রাণঘাতী এ ভাইরাসে মৃত্যু হয়েছে এক হাজারেরও বেশি মানুষের।

করোনায় যুক্তরাজ্যে ১৭ হাজার ৮৯ জন আক্রান্ত হয়েছেন। মারা গেছেন  ১ হাজার ১৯ জন।

আজকের খুলনা
আজকের খুলনা